সার্চ ইঞ্জিন জগতে গুগলের নাম অনন্য। একে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। যেকোন বিষয়ের উপরই অনুসন্ধান করলে গুগল হাজার হাজার ফলাফল প্রদান করে। তখন এই বিশাল তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়াই মুশকিল হয়ে পড়ে। তবে কিছু উপায় রয়েছে যেগুলো প্রয়োগ করলে অনাকাঙ্খিত ফলাফল কমে আসবে। যেমন-
১. যে বিষয়টি সার্চ করতে হবে, প্রয়োজনে সে বিষয় সম্পর্কিত একাধিক কীওয়ার্ড ব্যবহার করুন, এতে সঠিক বিষয় খুজে সুবিধা হবে।
২. গুগল কেস সেনসিটিভ নয়। অথ্যাৎ google, Google, GoOgle ইত্যাদি একই ধরনের ফলাফল দিবে।