গুগল সার্চ টিপস : দক্ষভাবে সার্চ করুন

সার্চ ইঞ্জিন জগতে গুগলের নাম অনন্য। একে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। যেকোন বিষয়ের উপরই অনুসন্ধান করলে গুগল হাজার হাজার ফলাফল প্রদান করে। তখন এই বিশাল তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়াই মুশকিল হয়ে পড়ে। তবে কিছু উপায় রয়েছে যেগুলো প্রয়োগ করলে অনাকাঙ্খিত ফলাফল কমে আসবে। যেমন-

১.    যে বিষয়টি সার্চ করতে হবে, প্রয়োজনে সে বিষয় সম্পর্কিত একাধিক কীওয়ার্ড ব্যবহার করুন, এতে সঠিক বিষয় খুজে সুবিধা হবে।
২.    গুগল কেস সেনসিটিভ নয়। অথ্যাৎ google, Google, GoOgle ইত্যাদি একই ধরনের ফলাফল দিবে।

Read More

আপনার ওয়েবসাইটে গুগল গ্যাজেটস এ্যাড করুন

গ্যাজেড কি?
গ্যাজেড হলো এক ধরনের ওয়েব অবজেক্ট যা আপনি অতি সহজেই আপনার নিজের ওয়েবপেজে কপি করে এনে বসাতে পারেন। এই সকল গ্যাজেড আপনার সাইটটিকে আরো উন্নন করবে। যেমন গ্যাজেড দিয়ে আপনি আপনার সাইটে অতি সহজের ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি বসাতে পারেন। আরো পারেন ইউজারকে জানাতে তার দেশ, আবহাওয়া, শহরের নাম ইত্যাদি।

আর গুগল গ্যাজেডে আছে খুবই ভালো ভালো এবং উপকারী শত শত অবজেক্টস যা আপনার সাইটকে আরো সুন্দর ও উন্নত করতে পারে।

গুগল গ্যাজেডস এর জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন :
http://www.google.com/ig/directory?synd=open&source=gghx

– সাইটটিতে প্রবেশের পর যে কোন একটি গ্যাজেটে ক্লিক করুন। যেমন : Google Clock
– টাইটেল, দৈর্ঘ্য, প্রস্থ, বর্ডার, ক্লক সাইজ ইত্যাদি সেটিংস পরিবর্তন করুন (না করলেও সমস্যা নাই)।
– নিচের থেকে ‘Get the Code‘ বাটনটিতে ক্লিক করে গ্যাজেডটির কোড বেড় করুন।
– এবার কোডগুলি সম্পূর্ণ সেলেক্ট করে কপি করুন।
– সবশেষে যেখানে বসাতে চান সেই স্থানে কোডগুলি পেষ্ট করুন এবং সেইভ করুন।

দেখুন সাইটটিতে নতুন গ্যাজেডটি বসে যাবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

একই সাইট থেকে গুগল, ইয়াহু, ইউটিউব ইত্যাদি ব্যবাহার করে সার্চ করুন

অনেক সময় প্রয়োজনে আমরা কখনও গুগলে আবার কখনও ইয়াহুতে সার্চ করি। আবার কোন ভিডিও দেখতে ইউটিউবও ব্যবহার করে থাকি। ভিন্ন ভিন্ন সাইট ব্যবাহার করতে ভিন্ন ভিন্ন সাইটে প্রবেশ করতে হয়। কিন্তু যদি এমন হয় একই সাইটে প্রবেশ করে সকল সাইট থেকেই সার্চ করতে পারবেন, তাহলে কেমন হয়!!

ভিজিট করুন :
http://twoiseven.com/

উৎস : ইন্টারনেট

মাতালদের জন্য গুগল

জমকালো কোন পার্টি থেকে মাতাল অবস্থায় বাসায় ফিরে মনে পড়ল কিছু গুরুত্বপূর্ণ মেইল করার কথা। কিন্তু মাতাল অবস্থায় মাথা ঠিক না থাকারই কথা। কি লিখতে কি লিখবেন আর কাকেই বা মেইল করবেন তাও মনে থাকার কথা নয়। দেখা গেল আপনার বান্ধবীকে যে মেইলটি করার কথা তা করলেন আপনার বসকে। বসের চাকরি নিয়ে টানাটানি। তাই এসব অহেতুক ঝামেলা থেকে মুক্ত থাকতে গুগল দিচ্ছে দারুণ এক সুবিধা। মাতাল হলে যাদের মাথা ঠিকমতো কাজ করে না তাদের জন্য এলো ‘মেইল গুগল’ সার্ভিস। আর এটি চালু করার জন্য জি মেইল একাউন্টধারী হতে হবে। জি মেইলে সেটিংস-এ গিয়ে ল্যাব সেকশনে ঢুকে এই সার্ভিসটি চালু করতে হবে। ফলে মাতাল অবস্থায় কোন মেইল করার আগে আপনাকে কিছু গাণিতিক বা বুদ্ধিবৃত্তি জাতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর সঠিক হওয়া মানে আপনার হিতাহিত জ্ঞান স্বাভাবিক এবং আপনি প্রয়োজনীয় মেইলটি করতে পারবেন। আর ভুল হলে মেইল সার্ভিস চালু হবে না। ফলে বেঁচে যেতে পারেন আগাম বিপদ থেকে। মজার ব্যাপার হল এই সার্ভিসটির জন্য জন পারল নিজে এই সমস্যার শিকার হয়ে এ ধরনের সার্ভিস চালু করলেন। তিনি গুগলের ইঞ্জিনিয়ার।

উৎস : যুগান্তর ২০০৮