মাত্র ১৬ বছর বয়সে পা দিয়েই মন্ত্রী হয়ে যায় প্যালেস্টাইনের একটি মেয়ে, নাম ‘বাশায়ের ওথমান’। বর্তমানে সেই বিশ্বের একমাত্র কম বয়সী মন্ত্রী। সে ওয়েস্ট ব্যাঙ্কের লোকাল এডমিনেষ্ট্রেশন মন্ত্রণালয় পরিচালনা করেছিল একটি দিনের জন্য। সেই সময় দায়িত্বশীল মন্ত্রী ‘ইহাব বেসাইসো’ মেয়েটির গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন।
এই মেয়েটি আগেও একবার দুই মাসের জন্য মেয়র পদেও ছিল। এক বছর আগেও একবার দুই মাসের জন্য বাসায়ের আল্লার শহরের মেয়র হয়েছিল। সেই সময় সেখানে প্রায় ৯০০০ লোকের বসবাস ছিল। হিজাব পরিহিত এবং সম্পূর্ণ চুল ঢেকে থাকা এই মুসলিম মেয়েটি সেই সময় এই ৯০০০ লোকের সমস্যা সমাধানে কাজ করেছিল।
মেয়েটি স্প্যানিশ এক খবরের কাগজ ‘এবিসি’ তে বলেছিল, “বেসাইসো সাহেব আমার শহর পরিদর্শনে গিয়েছিল এবং তিনি জানতেন যে আমি সেখানকার মেয়র পদে ছিলাম। আমি উনাকে আমার পরিকল্পনার কথা বলেছিলাম এবং তিনি অনেক অবাক হয়েছিলেন তা শুনে। আমি বলেছিলাম আমি আগ্রহী সেইসব কমবয়সী মানুষের জন্য যারা জানতো যে কোন কিছুই অসম্ভব না”। এর সাথে সে আরও যুক্ত করেছিল, “আমার মনে হয় প্যালেস্টাইনে কমবয়সী ছেলেমেয়েদেরকে রাজনীতিতেও আসা উচিত”।
লেখা : এলিন ২০১৩
সুত্র : অনলাইন