ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি’র (ডিআইআইটি) নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান গত ২৪-২৬ সেপ্টেম্বর জার্মানিতে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং ইন সফটওয়্যার টেকনোলজিতে অংশগ্রহন করেন। সম্মেলনটি জার্মানির বার্লিন এ পোস্টডেম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নূরুজ্জামান কনকোয়েস্ট-২০০৮ প্রোগ্রাম কমিটির একজন সদস্য। তিনি উক্ত সম্মেলনে সফটওয়্যার টেস্টিং সেশনে সভাপতিত্ব করেন। সম্মেলনে বিশ্বের ১৬ টি দেশের প্রতিনিধির সমন্বয়ে গঠিত উচ্চ মানসম্পন্ন কমিটি কর্তৃক নির্বাচিত ৬০ টি বিষয় আলোচিত হয়। সম্মেলনে সফটওয়্যার এজি, জার্মানি, মেট্রিক্স গেøাবাল ইসরাইল, ডয়েচ টেলিকম এজি, জার্মানি, ইউনির্ভাসিটি অব কেলিফোর্নিয়া, সান দিয়াগো ইউএসএ, ইউনির্ভাসিটি অব এপ্লাইড সাইন্স ব্রিমেন, জার্মানি এর উর্ধ্বতন গবেষক ও অধ্যাপক গন বিভিন্ন সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন। উলেøখ্য নূরুজ্জামান বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে উক্ত সম্মেলনে অংশগ্রহন করেন।
ভিজিট করুন :
ডিআইইটি ওয়েবসাইট
উৎস : অনলাইন নিউজ ২০০৮