আমি সহজে খুব একটা টেলিভিশন দেখিনা। আর যখন দেখি তখন শুধুই চ্যানেল পরিবর্তনের খেলায় মেতে থাকি। কিছুটু অধৈর্যভাবেই টিভির সামনে বসে থাকি। কিন্তু হঠাৎ করে গতকাল ‘বিটিভি’ ক্রস করে যাবার সময় ‘সায়ানকে’ দেখি। আর চ্যানেল পরিবর্তন করা হলো না। একদম ভিন্নধর্মী এক মানুষ। রহস্যময় ও খুবই আকর্ষনীয় লাগল আমার কাছে। বিশেষ করে তার লেখাগুলো খুবই ভালো লাগল। তিনি কবিতা ও গান লিখেন, সুর করেন, নিজেই সেটা গান এবং গীটার বাজিয়ে সুর তুলেন। দারুন প্রতিভা। আমি তখনই মনে মনে ঠিক করলাম তাকে নিয়ে কিছু একটা নতুন পোষ্ট দেবো। ‘সামহয়্যারের’ সহযোগিতায় পোষ্টটি সম্পূর্ণ করতে পেরে ভালো লাগছে।…
Category: অন্যান্য
যে সকল বিষয় ব্যক্তিগত কিন্তু আলাদা কোন বিভাগ নাই, সেই সকল বিষয় এখানে থাকবে।
বিদ্যুৎ যায় না, আসে…
বাংলাদেশের কিছু কিছু যায়গায় কখনও বিদ্যুৎ যায় না, আসে। যায়গাগুলো হলো – কালিগঞ্জ, নাগেশ্বরী ইত্যাদি। সেখানকার মানুষ কখনও বলেনা, ’বিদ্যুৎ চলে গেছে।’ তারা বলে, ‘বিদ্যুৎ এসেছে।’
শুনে অবাক লাগছে তাই না? এবং আমার কথার কিছুই বুঝতে পারেন নাই, ঠিক না? নাকি ভাবছেন সেখানে এতো বিদ্যুৎ কি করে থাকে, সরকার কি করে সেখানে বিদ্যুতের এতো ব্যবস্থা করে, কেনই বা করে ইত্যাদি ইত্যাদি।
আসলে সেটা নয়! আমাদের দেশের অন্যান্য স্থানে যেমন বিদ্যুৎ যখন তখন চলে যায় সেখানে যখন তখন বিদ্যুৎ চলে যাবার প্রশ্নই উঠেনা। কারণ, সেখানে বিদ্যুৎ সপ্তাহে ২/৩ দিন থাকে না, তারপর ২/১ ঘন্টার জন্য আসে, আবার চলে যায় আর ২/৩ দিন পর আসে। বাকি সময় বিদ্যুৎ থাকে না। সেখানকার মানুষ তাই বলে, ‘বিদ্যুৎ এসেছে।’
বিদ্যুৎ সেখানে ২/৩ দিন না থাকায় তারা অভ্যস্থ হয়ে পড়েছে। তাদের কাছে বিদ্যুৎ আসাটাই বড় কথা, সপ্তাহের বেশীরভাগ সময় বিদ্যুৎ থাকবে না এটাই যেন নিয়ম।
আমার নতুন মোবাইল…
আজ আমি একটি নতুন মোবাইল কিনেছি। মোবাইলটিতে তেমন ফাংশন না থাকলেও আমি যে সকল বিষয় পছন্দ করি সেগুলো খুবই চমৎকারভাবে দেয়া আছে। বিশেষ করে মিউজিক এর দিক থেকে এটা খুবই উন্নত। Read More
‘প্রজন্ম ডট কম’ এর সাথে ভালোলাগা কিছু মূহুর্ত…
‘প্রজন্ম ডট কম’ বাংলাতে প্রথম ফোরাম সাইট। বাঙ্গালীদের জন্য, বিশেষ করে প্রবাসী বাঙ্গালীদের খুবই পছন্দের সাইট এটি। এই সাইটের মাধ্যমে বাঙ্গালীরা বিশ্বের যে কোন স্থান থেকেই একে অপরের সাথে যোগাযোগ করে যেতে পারছে; পারছে তারা তাদের মনের মত করে নিজ ভাষায় শব্দ আদান-প্রদান করতে।
গত ১৮ই জুলাই ছিল ‘প্রজন্ম ডট কম’ এর পুনর্মিলনী। প্রায় অনেক সদস্যই উপস্থিত ছিল। আমি সেইদিন অসুস্থ ছিলাম, তবুও গিয়েছিলাম আমার বন্ধু মাসুম, মিশু, শহিদ, রুম্মান এর সাথে। তারা সবাই এর সদস্য। খুব ভালো লেগেছিল সেদিন।
সেই মূহুর্তের কিছু ছবি আমার বন্ধু ‘মাসুম‘ এর ‘ফ্লিকারে’ আছে। আমি সেটার লিংক দিলাম। ক্লিক করুন!!