ফায়ারফক্সের কিছু মজা

ফায়ারফক্স এর মজা টপিকটি প্রজন্ম ডট কম -এর মেহেদী ভাইয়ের পোষ্টটি থেকে পাওয়া। আমি শুধুমাত্র সম্পাদনা করেছি।

firefox

একই ফায়ারফক্সে একাধিক ফায়ারফক্স ওপেন করার জন্য নিম্নের লেখাটি এড্রেসবারে টাইপ করুন এবং এন্টার চাপুন। আবার নতুন ওপেন হওয়া ফায়ারফক্সে আবার এই কাজটি করতে হবে। এইভাবে যতবার একাধিকবার করতে হবে।

নিচের লেখাটি এড্রেসবারে টাইপ করুন :
chrome://browser/content/browser.xul

মেহেদী আকরাম ভাইয়ের মূল পোষ্টটি এখানে :
http://forum.projanmo.com/t9037.html

এইরূপ অবস্থা বন্ধ করতে শুধুমাত্র ট্যাবটি ক্লোজ করুন।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

গুগল সার্চ টিপস : দক্ষভাবে সার্চ করুন

সার্চ ইঞ্জিন জগতে গুগলের নাম অনন্য। একে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। যেকোন বিষয়ের উপরই অনুসন্ধান করলে গুগল হাজার হাজার ফলাফল প্রদান করে। তখন এই বিশাল তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়াই মুশকিল হয়ে পড়ে। তবে কিছু উপায় রয়েছে যেগুলো প্রয়োগ করলে অনাকাঙ্খিত ফলাফল কমে আসবে। যেমন-

১.    যে বিষয়টি সার্চ করতে হবে, প্রয়োজনে সে বিষয় সম্পর্কিত একাধিক কীওয়ার্ড ব্যবহার করুন, এতে সঠিক বিষয় খুজে সুবিধা হবে।
২.    গুগল কেস সেনসিটিভ নয়। অথ্যাৎ google, Google, GoOgle ইত্যাদি একই ধরনের ফলাফল দিবে।

Read More

ফোল্ডার অপশান হাঁরিয়ে গেলে কি করবেন (!)

ফোল্ডার অপশান হাঁরিয়ে গেলে কি করবেন সেটা জানার আগে জানতে হবে ফোল্ডার অপশান কি ? মাইকম্পিউটার ওপেন করে টুলস মেনুতে রয়েছে এই ফোল্ডার অপশানটি। এর দ্বারা আপনি কম্পিউটারের লুকিয়ে রাখা ফাইলগুলিকে দেখতে পারবেন।

অনেক সময় কম্পিউটারে এক প্রকার ভাইরাস প্রবেশ করে। ভাইরাসটি এন্টিভাইরাস দিয়ে রিমুল করলেও একটি সমস্যা থেকেই যায়। তা হলো ড্রাইভ, পেনড্রাইভ ডাবল ক্লিক করলে খুলে না। তখন সেই ড্রাইভটিতে প্রবেশ করে হিডেন ফাইলটি ডিলেট করলেই সেই সমস্যাটি আর থাকে না। আর এইজন্য প্রয়োজন ফোল্ডার অপশান মেনুটির। এই অবস্থায় যদি সেই মেনুটিও হাঁরিয়ে যায়, কি করবেন?

যা করতে হবে :

১. প্রথমে Start এ ক্লিক করে Run এ যান।

২. gpedit.msc টাইপ করে এন্টার এ চাপ দিন। ( Group Policy উইন্ডো ওপেন হবে। )

৩. এবার User Configuration এ ক্লিক করুন ( বাম থেকে )।

৪. Administrative Templates এ ক্লিক রুন।

৫. Windows Components থেকে Windows Explorer এ ক্লিক করুন।

৬. এবার ডানদিকে “Removes the Folder Options menu item from the Tools menu” অপশনটিতে ডবল ক্লিক করুন আর এর Setting ট্যাবে ক্লিক করে এটিকে Disabled করে দিন।

ব্যাস!! ফোল্ডার অপশান চলে আসবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

আপনার ওয়েবসাইটে গুগল গ্যাজেটস এ্যাড করুন

গ্যাজেড কি?
গ্যাজেড হলো এক ধরনের ওয়েব অবজেক্ট যা আপনি অতি সহজেই আপনার নিজের ওয়েবপেজে কপি করে এনে বসাতে পারেন। এই সকল গ্যাজেড আপনার সাইটটিকে আরো উন্নন করবে। যেমন গ্যাজেড দিয়ে আপনি আপনার সাইটে অতি সহজের ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি বসাতে পারেন। আরো পারেন ইউজারকে জানাতে তার দেশ, আবহাওয়া, শহরের নাম ইত্যাদি।

আর গুগল গ্যাজেডে আছে খুবই ভালো ভালো এবং উপকারী শত শত অবজেক্টস যা আপনার সাইটকে আরো সুন্দর ও উন্নত করতে পারে।

গুগল গ্যাজেডস এর জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন :
http://www.google.com/ig/directory?synd=open&source=gghx

– সাইটটিতে প্রবেশের পর যে কোন একটি গ্যাজেটে ক্লিক করুন। যেমন : Google Clock
– টাইটেল, দৈর্ঘ্য, প্রস্থ, বর্ডার, ক্লক সাইজ ইত্যাদি সেটিংস পরিবর্তন করুন (না করলেও সমস্যা নাই)।
– নিচের থেকে ‘Get the Code‘ বাটনটিতে ক্লিক করে গ্যাজেডটির কোড বেড় করুন।
– এবার কোডগুলি সম্পূর্ণ সেলেক্ট করে কপি করুন।
– সবশেষে যেখানে বসাতে চান সেই স্থানে কোডগুলি পেষ্ট করুন এবং সেইভ করুন।

দেখুন সাইটটিতে নতুন গ্যাজেডটি বসে যাবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

অনলাইনে ছবিকে খুব সহজেই রিসাইজ করুন

আজ নেটে বিডিজবস ঘাটতে গিয়ে দেখি যখন ছবি আপলোড করতে বলল তখন একটি লিংক পেলাম ছবিটিকে রিসাইজ করবার জন্য। রিসাইজ হলো কোন ছবিকে ভিন্ন সাইজ দেয়া। সাইটটিকে গিয়ে দেখি খুব সহজেই ছবিকে যেমন ইচ্ছা রিসাইজ করা যাচ্ছে। ইচ্ছা করলে আপনি এই সাইট থেকে ছবিকে রিসাইজ করতে পারবেন আপনার পছন্দের পিক্সেল এবং কোয়ালাটিতে। এছাড়াও আপনি আপনার ছবিটিকে এ্যাভাটরে কনভার্ট করতে পারবেন।

বামপাশের মেনু থেকে ক্রিয়েট এ্যাভাটরের মাধ্যমে আপনি এ্যাভাটর ক্রিয়েট করতে পারবেন। ঠিক তেমনি ছবিকে শুধুমাত্র রিসাইজ করতে রিসাইজে ক্লিক করুন এবং ব্রাউজ করে ছবিটিকে ধরিয়ে দিন আর কিছু সেটিংস পরিবর্তন করে (দরকার পড়লে) রিসাইজ বাটনে ক্লিক করুন। তারপর ছবিটিকে মাউসের ডান বোতামে ক্লিক করে সেইভ করুন হার্ডডিস্কে। ব্যাস শেষ।

লিংকটিতে যান :
http://www.shrinkpictures.com/

উপরের ছবিটি দেখুন।

ছবিতে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার ছবিটি সেলেক্ট করে দিন। প্রয়োজনে ইমেজ এর সেটিংস পরিবর্তন করুন। রিসাইজ বাটনে ক্লিক করুন।

লেখা : এলিন (এডমিন) ২০০৮