Windows XP তে সিস্টেমের ইনফরমেশন দেখা

আপনি যেকোন সিস্টেমের information গুলি দেখতে পারেন কমান্ড প্রমট ব্যবহার করে। এর দ্বারা আপনি সিস্টেমের processor, Bios, Available Physical Memory, OS Configuration, networking information, installed hot fixes and System up Time ইত্যাদি জানতে পারবেন।

যা করতে হবে :
১. প্রথমে Start button এ ক্লিক করুন -> তারপর Run option এ ক্লিক করুন -> টাইপ করুন cmd -> এবং Ok button এ চাপুন। ( Command Prompt ওপেন হবে )

২. এবার command prompt এ টাইপ করুন systeminfo এবং এন্টার চাপুন। সকল ইনফরমেশন দেখতে পাবেন।

উৎস : কম্পিউটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০১০

উইন্ডোজ এক্সপিতে কি Auto run CD এনাবল বা ডিসেবল করা

উইন্ডোজ এক্সপিতে সিডি/ডিভিডি রোমে কোন সিডি/ডিভিডি প্রবেশ করামাত্রই সেটা রান করে। এই ফিচারটি খুবই সুবিধাজনক। তবে মাঝে মাঝে এটি বিরক্তির কারণ হয়ে দ্বারায়। তখন এই ফিচারটিকে বন্ধ করার প্রয়োজন পড়ে।

কি করে অটোরান সিডি ফিচারটি বন্ধ করা যায় :

১. ক্লিক করুন Start button -> Run option এ ক্লিক করুন -> টাইপ করুন regedit -> এবং Enter বাটন চাপুন।
২. ক্লিক করুন HKEY_LOCAL_MACHINE -> তারপর SYSTEM -> CurrentControlSet ক্লিক করুন -> Services এ ক্লিক করুন -> Cdrom -> Autorun এ ডাবল ক্লিক করে Value Data তে ভ্যালু পরিবর্তন করুন ( যদি ভ্যালু 0 করে দেন তাহলে disable হবে আর যদি 1 করে দেন তাহলে enable হবে।

উৎস : কম্পিউটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮

speech recognition : মাইক্রোফোনের সাহায্যে কমান্ড প্রয়োগ

Microsoft Office XP এর সাথে speech recognition ফিচারটি রয়েছে। যেটা ইনস্টল করে আপনি আপনার মাইক্রোফনের দ্বারা Microsoft Excel অথবা Microsoft Word এ কমান্ড প্রোয়গ করতে পারবেন।

এর জন্য যা করতে হবে :

‌১. প্রথমে ক্লিক করুন Start button -> তারপর Control Panel এ যান এবং Add or Remove Programs এ ক্লিক করুন। Read More

অদৃশ্য কোন Yahoo! ID কে দেখতে হলে…

আমাদের অনেক সময় বিভিন্ন্ কারনে ইয়াহু আইডিটি অদৃশ্য করে রাখতে হয়। যেন নির্দিষ্ট্য ইয়াহু আইডি ছাড়া অন্য কেউ আমাকে ম্যাসেজ না দেয়। কিন্তু যখন অন্য কেউ আপনার সাথে এইরকমটি করবে, তখন আপনি কি করবেন?

হ্যা, একটি উপায় আছে, যার দ্বারা আপনি জানতে পারবেন কোন একটি ইয়াহু আইডির অবস্থা। ইয়াহু আইডিটির অবস্থা অনুযায়ী আউটপুট দেবে- অনলাইন, অফলাইন, ইনভিজিবল।

সাইটটি হলো : http://detectinvisible.com/

সাইটটিতে ভিজিট করে, Enter Yahoo IDএর বক্সে যেকোন ইয়াহু আইডি লিখুন এবং Goবাটনে ক্লিক করুন। দেখুন ফলাফল কি আসে।

এই সাইটটি ইনভিজিবল ইয়াহু আইডিটিকে খুঁজে বেড় করে।

সমস্যা : এটি কেউ ম্যাজেঞ্জারে না থাকলে মাঝে মাঝে সমস্যা করে। পুরোপুরি নির্ভরশীল নয়। তবুও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো তাই করলাম।

লেখা : এলিন (এডমিন) ২০০৯

কম্পিউটারের সময়ও এক ঘণ্টা এগিয়ে নিতে হবে

দিনের আলো সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাল ১৯ জনু মধ্যরাত থেকে দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন সময়সূচির সঙ্গে মাইক্রসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ঘড়ির সময়ও ঠিক করে নিতে হবে। এ জন্য দরকারি সমাধান দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। যেসব কম্পিউটারে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৮ ও উইন্ডোজ সার্ভার ২০০৩ চালু রয়েছে, সেসব কম্পিউটারে এ সমাধানটি কাজে লাগাতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রসফট বাংলাদেশ এ তথ্য জানায়।

সময়-সংক্রান্ত সমাধানটি পেতে মাইক্রসফটের করপোরেট ওয়েবসাইট http:/support.microsoft.com/kb/972423 গিয়ে .msi ফাইলটি নিজের কম্পিউটারে নামিয়ে নিতে হবে। (ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হলে সরাসরি http://go.microsoft.com/?linkid=9670105 এ ক্লিক করে ডাউনলোড করে নিন) তারপর ইনস্টল করে নিতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে date and time অপশনে গিয়ে Time Zone Settings-এ ক্লিক করুন। এখানে (GMT + 06.00) Astana, Dhaka এর পরিবর্তে (GMT + 06.00) Dhaka’ নির্বাচন করুন। দিনের আলো সংরক্ষিত সময় (DST) কার্যকর করতে ‘Automatically adjust clock for daylight saving changes’-এর ঘরে টিক চিহ্ন দিন। সবশেষে Apply করে OK করুন। ফলে ১৯ জুন রাত ১১টা থেকে সময় পরিবর্তিত হয়ে যাবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৯

সূত্র : প্রথম-আলো