মাউসের রাইট বাটনে মেনু সেটআপ

আমরা মাউসের ডান বোতাম চাপলে দেখি কিছু মেনু চলে আসে। যা দ্বারা আমরা দ্রুত কিছু কাজ করতে পারি। যেমন, ডেস্কটপের আইকন এ্যরেঞ্জ করা, রিফ্রেশ করা, ফোল্ডার ক্রিয়েট, প্রোপার্টি দেখা ইত্যাদি। কিন্তু এতে আমাদের নিজস্ব কোন কাজ দ্রুত করার মেনু নাই। যেমন, আপনি ইচ্ছা করলেই আপনার ব্যাক্তিগত ফাইল দেখা, ভিডিও/অডিও ফোল্ডারে খোলা, নোটপ্যাড, ওয়ার্ড খোলা ইত্যাদি।

কিন্তু ‘শক বুকমার্ক‘ প্রোগ্রামটি দিয়ে আপনি আপনার পছন্দের মেনু সেখানে এ্যাড করতে পারবেন। তখন মাউসের ডান বোতাম চাপলেই সেই মেনুটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার নিচের লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

Read More

টাস্ক ম্যানেজার সমস্যা

অনেক সময় দেখা যায় টাস্ক ম্যানেজার ওপেন হচ্ছে না। তার মানে এটা ডিজেবল করা রয়েছে। এখন এই টাস্ক ম্যানেজারকে এনাবল করতে হলে নিচের লিংক থেকে ছোট্ট একটা সফ্টওয়্যার ডাউনলোড করে তাকে রান করুন। ব্যাস কাজ শেষ॥
http://www.taskmanagerfix.com/enable-task-manager

উৎস : প্রজন্ম ডট কম ২০০৮

মাতালদের জন্য গুগল

জমকালো কোন পার্টি থেকে মাতাল অবস্থায় বাসায় ফিরে মনে পড়ল কিছু গুরুত্বপূর্ণ মেইল করার কথা। কিন্তু মাতাল অবস্থায় মাথা ঠিক না থাকারই কথা। কি লিখতে কি লিখবেন আর কাকেই বা মেইল করবেন তাও মনে থাকার কথা নয়। দেখা গেল আপনার বান্ধবীকে যে মেইলটি করার কথা তা করলেন আপনার বসকে। বসের চাকরি নিয়ে টানাটানি। তাই এসব অহেতুক ঝামেলা থেকে মুক্ত থাকতে গুগল দিচ্ছে দারুণ এক সুবিধা। মাতাল হলে যাদের মাথা ঠিকমতো কাজ করে না তাদের জন্য এলো ‘মেইল গুগল’ সার্ভিস। আর এটি চালু করার জন্য জি মেইল একাউন্টধারী হতে হবে। জি মেইলে সেটিংস-এ গিয়ে ল্যাব সেকশনে ঢুকে এই সার্ভিসটি চালু করতে হবে। ফলে মাতাল অবস্থায় কোন মেইল করার আগে আপনাকে কিছু গাণিতিক বা বুদ্ধিবৃত্তি জাতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর সঠিক হওয়া মানে আপনার হিতাহিত জ্ঞান স্বাভাবিক এবং আপনি প্রয়োজনীয় মেইলটি করতে পারবেন। আর ভুল হলে মেইল সার্ভিস চালু হবে না। ফলে বেঁচে যেতে পারেন আগাম বিপদ থেকে। মজার ব্যাপার হল এই সার্ভিসটির জন্য জন পারল নিজে এই সমস্যার শিকার হয়ে এ ধরনের সার্ভিস চালু করলেন। তিনি গুগলের ইঞ্জিনিয়ার।

উৎস : যুগান্তর ২০০৮

একাধিক ইয়াহু আইডি একসাথে লগইন করা

পনাদের অনেকেরই ইয়াহু চ্যাটিং আইডি রয়েছে। অনেকের আবার একাধিক আইডিও থাকে। তারা যখন চ্যাটিং করে তখন যেকোন একটি আইডি দিয়ে লগইন করে চ্যাটিং করে। আবার সেটি লগ আউট করে দ্বিতীয় আইডি ব্যবহার করে।
কিন্তু যদি এমন হয়, তারা একসাথে একাধিক আইডি ব্যবাহার করতে পারবে একই পিসিতে (!) তাহলে কেমন হয়! হ্যা, আপনি ইচ্ছা করলে একাধিক ইয়াহু আইডি দিয়ে লগইন করে একসাথে একই পিসিতে চ্যাটিং করতে পারবেন। তবে এইজন্য আপনার আপডেট ভার্সনের ইয়াহু ম্যাসেঞ্জার প্রয়োজন পড়বে। আপনি ইন্টারনেট থেকেই ইয়াহু ম্যাসেঞ্জার ৮/৯ ভার্সন ডাউনলোড করে নিতে পারেন।

http://www.softpedia.com/get/Internet/Chat/Instant-Messaging/Yahoo-Multi-Messenger.shtml

যদি উপরের লিংকটি কোন কারনে ওপেন না হয়, তাহলে গুগল ব্যবহার করে ‘Yahoo-Multi-Messenger‘ ইয়াহুর প্লাগইনটি ডাউনলোড করে নিন।

(১) উপরের দেয়া লিংক থেকে ‘Yahoo-Multi-Messenger’ টি ডাইনলোড করে নিন। (Down arrow চিহ্নিত Download লেখাতে ক্লিক করুন )
(২) এবার যদি ফাইলটি জিপ করা থাকে তাহলে এক্সট্রাক্ট/আনজিপ করুন।
(৩) ফোল্ডারটি অপেন করে ‘Y!Multi Messenger.exe’ ফাইলটি Run করুন।
(৪) ছোট্ট একটি উইন্ডো খুলবে। সেখানে ‘Enable YMulti’ বাটনে ক্লিক করে ‘Patch’ করে নিন।
(৫) এবার আপনার ‘ইয়াহু ম্যাসেঞ্জার’ ওপেন করে ‘Login’ করুন।
(৬) লগইন হয়ে গেলে আবার আরেকটি ইয়াহু ম্যাসেঞ্জার ওপেন করুন এবং আবার লগইন করুন আপনার অন্য একটি ইয়াহু আইডি দিয়ে।

এইভাবে আপনি একাধিক ইয়াহু ম্যাসেঞ্জার ওপেন করে লগইন করতে পারেন। ইহা একটি প্লাগইন। একবার ব্যবাহার করার পর আর ইহা প্যাচ করা দরকার পড়বেনা।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

নির্দিষ্ট সময়ে গান শোনাবে কম্পিউটার

সময় হলেই আপনার পছন্দের গানটি শোনাবে আপনার কম্পিউটার। আর তা করার জন্য টাস্ক সিডিউলে যোগ করতে হবে পছন্দের গান। আর এ কাজটি করতে হলে প্রথমে অপারেটিং সিস্টেমের Start মেন্যুর Programs-এর Accessories থেকে System tools-এ গিয়ে Scheduled task -এ ক্লিক করুন। তারপর Add scheduled task আইকনে দু’বার ক্লিক করুন। এরপর Next -এ ক্লিক করে Application-এ গান বাজানোর উপযোগী যে কোন সফটওয়্যার নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন। এরপর গান শোনার সময় দৈনিক বা সাপ্তাহিক সিলেক্ট করে Next-এ চাপুন। তারপর নির্দিষ্ট সময় লিখে Finish বাটনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

উৎস : যুগান্তর ২০০৮