“RSS Screensaver” – স্ক্রীনসেভারে বিবিসি নিউজ

আমাদের পিসিতে অনেক ধরনের স্ক্রীনসেভার থাকে। তবে এমন যদি হয়, আপনি আপনার পিসিতে স্ক্রীনসেভারের মাধ্যমে বিবিসি নিউজ পড়তে পারবেন! হ্যা, এখন থেকে আপনি আপনার পিসির স্ক্রীনসেভারে বিবিসি নিউজ পড়তে পারবেন।

এই জন্য আপানার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে। তানাহলে লেটেস্ট বিবিসি নিউজ কিভাবে পাবেন!

স্ক্রীনশটটি দেখুন :

এর জন্য ইন্টারনেট ছাড়াও প্রয়োজন একটি “আর এস এস স্ক্রীনসেভার”। ডাউনলোড করুন RSS Screensaver

– এই RSS Screensaver হলো একটি Screensaver যা আপনাকে এক বা একাধিক RSS feed কে সাবস্ক্রাইব করবার সুযোগ করে দেয় আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডসহ।

– এই স্ক্রীনসেভারটি একটিভ থাকাবস্থায় আপনি কী-বোর্ডের এ্যারোকীগুলো ব্যবহার করতে পারবেন। একাধিক ফীডে প্রবেশের জন্য left/right এ্যারোকী ব্যবহার করতে হবে।

– আর ফীডের কোন আইটেম পরেবর্তনের জন্য কী-বোর্ডের up/down এ্যারোকী ব্যবহার করতে পারেন।

– spacebar ব্যবহার করে আপনি ব্রাউসার উইন্ডোতে ফীডগুলি দেখতে পাবেন।

– এটি শুধু RSS ছাড়াও ATOM এবং RDF সাপোর্ট করে।

যা করতে হবে :

১. প্রথমে উপরে দেয়া লিংকটিতে প্রবেশ করে স্ক্রীনসেভারটি ডাউনলোড করতে হবে।
২. এবার ইনস্টল করতে হবে। (ইনস্টল শেষে কোন শর্টকাট ডেস্কটপে পাবেন না)
৩. ডেস্কটপে মাউসের ডান বোতাম প্রেস করে –> Properties –> Screen Saver –> RSS Screensaver সেলেক্ট করুন।
৪. তারপর Settings –> ডানপাশ থেকে সবুজ রঙের প্লাস চিহ্নিত আইকনে ক্লিক করুন।

৫. এবার Feed Input এর Feed URl বক্সে আপনার পছন্দের Feed টির URL কপি করে বসিয়ে দিন। মনে করি, বিবিসি নিউজ থেকে টেকনোলজি ফীডটি বসাবেন। তাহলে :
– http://news.bbc.co.uk/2/hi/technology/default.stm লিখে সাইটটিতে প্রবেশ করুন।

– উপরের ছবিটিতে বাদামী রঙের আইকনটি ( নীল রঙের এ্যারো দিয়ে দেখানো হচ্ছে )ফীডের লিংক বহন করে। সেই আইকনটিতে মাউসের ডান বোতম চেপে “Copy Link Location” এ ক্লিক করে ফীডের লিংকটি কপি করে নিন।
– এবার যথাস্থানে সেটা বসিয়ে দিন। ( এইভাবে আপনি একাধিক ফীডের লিংক বসাতে পারবেন )
৬. পর পর দুই বার OK বোতামটি প্রেস করুন।
৭. এবার Screen Saver টি Preview বাটনে চেপে দেখুন। ( অবশ্যই এই সময় ইন্টারনেট সচল থাকতে হবে। )
৮. সবশেষে Apply এবং OK করুন।

লেখা ( অনুবাদ ) : এলিন (এডমিন)
সূত্র : ইন্টারনেট ফ্রী টিপস

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *