‘এন্ড্রয়েড ডেভেলপমেন্ট’ : যে সকল বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট হলও একটি পদ্ধতি যার দ্বারা কোন নতুন এপ্লিকেশন তৈরি করা হয় এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর জন্য। এন্ড্রয়েড এপ্লিকেশন সাধারণত ডেভেলপ করা হয় ‘জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ’ এর দ্বারা এবং এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা Android SDK Tool ব্যবহার করে কিন্তু এখন অন্যান্য ডেভেলপিং টুলস ও পাওয়া যায়।
বর্তমানে জাভা ছাড়াও ওয়েব বেইসড এপ্লিকেশনও ডেভেলপ করা যায় HTML, CSS, JavaScript ব্যবহার করে।
তবে ভালো মানের শক্তিশালী এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপ করার জন্য ‘জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই’ সেরা।
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে চেষ্টা করবো টুকটাক যাই পারি, যাই শিখি, যখন শিখি – পরবর্তী আলোচনায় সেই সকল বিষয় শেয়ার করতে।
‘এন্ড্রয়েড সমাচার : বেসিক আলোচনা’ ই-বুক আকারে
‘এন্ড্রয়েড সমাচার : বেসিক আলোচনা’ এর সকল পর্ব একটি ই-বুক আকারে পেতে চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। ইবুকটিতে আরোও সুন্দর করে গুছিয়ে লেখা রয়েছে। যে সকল ছবি যুক্ত হয়েছে তা ই-বুকেই বেশি পরিমানে এবং ভালো কোয়ালিটির রয়েছে।
ই-বুকটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (৩.৭২ মেগাবাইট)
ই-বুকটি কম্প্রেসড অবস্থায় ডাউনলোড করতে এখানে ক্লিক করুন(১.৫৮ মেগাবাইট)
(বি: দ্র: এডমিনের অনুমতি ব্যতীত এই লেখা অন্য কোথাও পোস্ট করা যাবে না। একান্ত প্রয়োজনে যদি কেউশেয়ার করতেই চান তাহলে অবশ্যই এই ব্লগটির লিংক ব্যবহার করুন।)
Very helpful.Carry on
ধন্যবাদ।