স্বামী ও স্ত্রী : টেক্সট ম্যাসেজ কনফার্মেশান

husband-wife

স্বামীর বাসাতে ফিরতে রাত হবে তাই স্ত্রীকে ফোনে টেক্সট ম্যাসেজ দিলো :
“ওগো, আমার বাসাতে ফিরতে রাত হবে। যদি পারো তাহলে আমার কিছু ময়লা কাপড় পড়ে রয়েছে সেগুলো ধুয়ে ফেলো এবং রাতে আমার পছন্দের খাবারটি তৈরি করতে পারো কি না একটু চেষ্টা করে দেখো।“

স্ত্রীর কাছ থেকে কোন রিপ্লাই না পেয়ে, স্বামী আরেকটি টেক্সট ম্যাসেজ দিলো :
“ও, একটি কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, এই মাসে আমার বেতন বেড়েছে যা আমি পেতে যাচ্ছি মাসের শেষের দিকেই। ভাবছি এইবার তোমাকে একটি নতুন গাড়ি কিনেই দেবো।“

স্ত্রী সাথে সাথেই এইবার রিপ্লাই দিলো :
“O My God !! সত্যিই ?”

স্বামীর রিপ্লাই :
“না মানে আমি দেখছিলাম তুমি আমার প্রথম ম্যাসেজটি পেয়েছ কিনা।“

অনুবাদ : এলিন ২০১২
কার্টুন : গুগল
পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

2 thoughts to “স্বামী ও স্ত্রী : টেক্সট ম্যাসেজ কনফার্মেশান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *