ডিভোর্সড হওয়া এক মহীলা তার Wedding Ring মহাকাশে পাঠালো

বিবাহ-বিচ্ছেদ (ডিভোর্স) হওয়ার পর রেবেকা গিব্‌স নামক এক মহিলা  তার wedding ring (যে রিং বিয়ের সময় স্বামী তাকে পরিয়েছিল) মহাকাশে প্রেরণ করে দিল, তাও আবার নিজের ঘরে তৈরি রকেট দিয়ে।


No, this isn’t the actual ring-bearing rocket.
(Credit: msoltan/YouTube Screenshot: Chris Matyszczyk/CNET)


রেবেকা গিব্‌স এর পরিচিত এক সায়েন্টিস্ট ছিল যিনি রকেট তৈরি করতে পারতেন। তিনিই রেবেকা গিবস্‌ এর কথায় একটি রকেট তৈরি করেন এবং তাতে রেবেকা গিবস্‌ এর বিয়ের আংটি রেখে দিয়ে সেটাকে মহাকাশে প্রেরণ করে দেন। এই রকম ঘটনার এই পৃথিবীতে প্রথম ঘটেছে বলা চলে।
রেবেকা গিবস তার সেই পরিচিতকে (স্টাফ) বলেন, “আমি কেবল কল্পনা করেছিলাম যা ছিল আমার জন্য খুবই সুন্দর এক অভিজ্ঞতা এবং ইহা আমাকে চিরতরে মুক্তি দিয়েছিল। ইহা যেমন আমার জন্য ছিল ঠিক তেমনি তার জন্যও ছিল। ”
এখানে রেবেকা ‘তার’ শব্দটি ব্যবহার করেছিলেন তার পূর্বের স্বামীর জন্য। এই রকেটটি তাদের ভালোবাসার নিদর্শন হিসাবে সেই আংটিটি বহন করে যাচ্ছিল, নিউজিল্যান্ড হতে। এই বিষয়টি পরিষ্কার ছিল না যে সেই রকেটটি কত দূর পর্যন্ত যেতে পেরেছিল।

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

2 thoughts to “ডিভোর্সড হওয়া এক মহীলা তার Wedding Ring মহাকাশে পাঠালো”

    1. ধন্যবাদ রাসেল তোমাকে মন্তব্য করার জন্য। আসলেই আর্টিকেলটি আমার ভালো লাগছে তাই ট্রান্সলেট করলাম। ট্রান্সলেট করতে ভালো লাগে। জানাও যায়, তাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *