বললে সেদিন,
আমি নাকি আবেগহীন,
মনহীন এক জড়।
অচিরেই ভেঙ্গে দিতে পারি-
প্রেমের গড়া সে মন্দির।
আমি নাকি বুঝিনা!
আমি নাকি বুঝিনা – আনন্দ, বেদনা, যাতনা!
আমি নাকি দেখিনা!
আমি নাকি দেখিনা – হৃদয়ের গভীরে
বয়ে যাওয়া এক অশান্ত ঝড়!
বললে সেদিন,
আমি নাকি আবেগহীন,
মনহীন এক জড়।
তবে কি বলতে পারো ?
দিতে পারো এক ছোট্ট উত্তর ?
“আমার কেন কষ্ট হয় ?”
রাত নেমে এলে ঘুমের জগতে –
পাড়ি দিতে কেন ভয় ?
“আমার …
কেন কষ্ট হয় ?”
– এলিন (১৭/১১/২০১১)
Jotil vai…………
Thanks @Sajal Jahan