পোর্টেবল এপ্লিক্যাশানের গল্প…

প্রথমেই জেনে নেই ‘পোর্টেবল সফটওয়্যার কি ?’
পোর্টেবল সফটওয়্যার হচ্ছে এমন সকল সফটওয়্যার যা কোন প্রকার ইন্সটলেশন ছাড়াই পিসিতে চলবে। এই সকল সফটওয়্যার বহনযোগ্য, যা অনায়াসেই যে কোন স্টোরেজ ডিভাইস যেমন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আইপড, মেমোরি কার্ড ইত্যাদিতে স্টোর করে নিয়ে গিয়ে যেকোনো পিসিতে ইন্সটলেশন ছাড়াই সহজে ব্যবহার করা যাবে।

পোর্টেবল এর উপকারিতা

যেহেতু এই সকল এপ্লিক্যাশান ইন্সটল দেবার প্রয়োজন পড়ে না, তাই র‍্যাম এর উপর চাপ পড়ে না এবং পিসিকে স্লো করে না। এছাড়াও উইন্ডোজ নতুন করে ইন্সটল দেবার পর বাড়তি কোন কিছু ইন্সটল দেবার জন্য সময় নষ্ট হয় না। (আর যদি উইন্ডোজটাই পোর্টেবল পাওয়া যায়, তাহলে তো কথাই নাই।)

পোর্টেবল বলতে শুধু সফটওয়্যারকেই বোঝায় না, যেকোনো ধরনের গেমসও হতে পারে।

ইদানীং কিছু কিছু পোর্টেবল এপ্লিক্যাশান রয়েছে, যা সামান্য ইন্সটল দিতে হয়। তেমন স্পেস দখল করে না। এটার প্রয়োজন পড়ে, ভিন্ন কনফিগারেশনের সিস্টেমের সাথে পরিচিত হবার জন্য। এতে করে আরও ভালো পারফরমেন্স পাওয়া যায়। তবে বেশিরভাগ পোর্টেবলই ইন্সটল কোন প্রকার ছাড়াই পিসিতে চালাতে যায়। এবং কিছু কিছু এপ্লিক্যাশান রয়েছে যা ইন্সটল করা যায় যেকোনো ফোল্ডারে। এবং তা পরবর্তীতে ইন্সটল ছাড়াই সেই ফোল্ডার থেকে রান করানো যায়।

পোর্টেবলের সংগ্রহশালা হিসাবে একটি ওয়েবসাইট রয়েচে যেখানে এপ্লিক্যাশানের এক বিশাল সংগ্রহ রয়েছে। ভিজিট করে দেখুন এবং আপনার পছন্দের এপ্লিক্যাশনের পোর্টেবল ভার্সন ডাউন-লোড করে আপনার সংগ্রহে রাখুন। সাইটটিতে সকল পোর্টেবল এপ্লিক্যাশনের সম্পূর্ণ ফুল ভার্সন রয়েছে যা সম্পূর্ণ ফ্রি।

মুল ওয়েবসাইট ভিজিটের জন্য লিংকটিতে ক্লিক করুন : http://portableapps.com/

ইহা সম্পূর্ণ অপেনসোর্স ভিত্তিক এবং ফ্রি।

কি কি রয়েছে এই সাইটে

ডেভেলপমেন্ট টুলস, এডুকেশন এপ্লিক্যাশান, গেমস, গ্রাফিক্স, ইন্টারনেট, মিউজিক ভিডিও, অফিস সিকিউরিটি, ইউটিলিটি, এক্সেসিবিলিটি ইত্যাদি গ্রুপে বিভক্তাবস্থায় অসংখ্য এপ্লিক্যাশান রয়েছে।

জাম্প – এপাচি, মাইএস্কুয়েল, পিএইচপি ইত্যাদির প্যাকেজ

নোটপ্যাড++

ডাটাবেজ ব্রাউজার

গোল্ডেনডিক্ট ডিকশনারি

ভার্চুয়াল চেস

মনস্টার সহ অনেক গেমস

এক্সভিউ – ইমেজ ভিউয়ার

ফাইল-জিলা

ফায়ারফক্স মজিলা

ফায়ার এফটিপি

গুগল ক্রোম

অপেরা

স্কাইপি

ইউটরেন্ট

এক্স এম প্লে

ভিএলসি প্লেয়ার

ফক্সইট রিডার

ওপেন অফিস

সেভেন-জিপ

টিম-ভিউয়ার

এবং আরও অনেক কিছু।

ডাউনলোডের জন্য লিংকটিতে ক্লিক করুন : http://portableapps.com/

উৎস : ইনটারনেট ২০১১

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

One thought to “পোর্টেবল এপ্লিক্যাশানের গল্প…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *