ভিজিটরদের প্রতি

প্রিয় ভিজিটরগন,

আমি আমার ব্লগসাইটটির ডিজাইন/টেমপ্লেট পাল্টাতে চাচ্ছি। কিন্তু বুঝতে পারছি না, এর কোন দরকার আছে কি না। প্লিজ (যদি পারেন) আমাকে মন্তব্য দিয়ে জানান।

ধন্যবাদ।।

এডমিন ২০০৯

ভিজিটরদের প্রতি…

আজ থেকে আমার সকল সাইট আপনারা ভিজিট করতে নিম্নের লিংকগুলিকে ব্যবহার করতে পারেন। প্লিজ লিংকগুলি Bookmark করুন।

১. আমার ব্যক্তিগত সাইট এর জন্য :

http://www.alinsworld.co.nr or, http://www.alinsworld.co.cc

২. আমার বাংলা ব্লগ সাইট এর জন্য :

http://www.blog.alinsworld.com or, http://www.blog.alinsworld.com

৩. মিউজিক (অনলাইন মিউজিক প্লেয়ার) সাইট এর জন্য :

http://www.musictouch.co.nr

৪. হাই রেজ্যুলেশানের ফটোগ্যালারী সাইট এর জন্য :

http://www.photozone.co.nr

আমার কোন লেখা আমার অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করবেন না।


আমাকে মেইল করতে পারেনঃ

alinsworld@yahoo.com

এলিন (এডমিন)

মে-২০০৯

কিছু সময় পর পর পিসি শাটডাউন হতে থাকলে কি করবেন

অনেক সময় দেখবেন পিসি আপনা আপনি শাটডাউন হতে চায়। তখন সেটাকে শাটডাউন হতে দিতেই হয়। কিছুই করার থাকে না। শাটডাউন বার্তা আসে :

এর থেকে পরিত্রান পেতে যা করতে হবে :
. Start –> Run যান।
. টাইপ করুন shutdown-a এবং এন্টার বোতামে চাপ দিন।

ব্যাস!!

লেখা : এলিন (এডমিন)
সূত্র : ইন্টারনেট ২০০৮

শুভ বাংলা নববর্ষ!!!

“নতুন সূর্য নতুন প্রাণ;

নতুন সুর নতুন গান;

নতুন আলোয় কাটুক আঁধার;

পার হয়ে যাও আকুল পাথার।

কাটুক বিষাদ, আসুক হর্ষ,

শুভ হোক ‘নতুন বর্ষ’॥”


সবাইকেএলিনের ভূবনএর পক্ষ থেকে

বাংলা নববর্ষের শুভেচ্ছা!!!

আপনার গুরুত্বপূর্ণ কোন ফাইল ইমেজে (ছবির) ভিতরে লুকিয়ে রাখুন

আপনি অনেক সময় আপনার কিছু কিছু ফাইল গোপন করে রাখেন যেমন হাইড করে বা পাসওয়ার্ড দিয়ে রাখেন। কিন্তু আরেকটি পদ্ধতি আছে ফাইল লুকিয়ে রাখার। আপনি আপনার ফাইলটি যে কোন একটি ছবির ভিতরে লুকিয়ে রাখতে পারেন।

পরে সেই ছবিটি থেকে লুকিয়ে রাখা ফাইলটি বের করতে পারবেন।

মনে করুন, আপনি‘G:/’ ড্রাইভে alin নামে একটি ফোল্ডারে Documents.doc নামে ফাইলটি লুকিয়ে রাখতে চান alin2.jpg নামক ছবিটির ভিতরে। তাহলে যা করতে হবে :
. ‘G:/’ ড্রাইভটিতে প্রবেশ করুন।
. ‘alin’ নামে ফোল্ডার রি করুন।

Read More