টয়োটা’ ব্র্যান্ডটির সাথে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। বাংলাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে। নাভানা কোম্পানি টয়োটা ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করছে এই দেশে।
টয়োটার একটি বিশেষ বৈশিষ্ট্য অন্যসব ব্র্যান্ড হতে আলাদা তা হচ্ছে এর রিসেল ভ্যালু অনেক, অনেক বেশি। অর্থাৎ টয়োটার পুরনো গাড়ি বেচে দিতে চাইলেও বেশ দাম পাবেন। পুরনো কার বিক্রির টাকার সঙ্গে সামান্য কিছু টাকা যোগ করলেই আপনি নতুন মডেলের কার কিনতে পারবেন অনায়াসেই।
তাছাড়া গাড়ির কোন যন্ত্রাংশ বিকল বা মেরামতের প্রয়োজন হলে তাও বেশ সহজলভ্য। টয়োটার তিনটি রাজসিক মডেল ‘ক্যামরি’, ‘ফরচুনার’ ও ‘ইয়ারিস’ ইতিমধ্যেই লাভ করেছে ব্যাপক জনপ্রিয়তা। চলুন তাহলে জেনে নেয়া যাক এই মডেলগুলো সম্বন্ধে। Read More