উইন্ডোজ এক্সপিতে কি Auto run CD এনাবল বা ডিসেবল করা

উইন্ডোজ এক্সপিতে সিডি/ডিভিডি রোমে কোন সিডি/ডিভিডি প্রবেশ করামাত্রই সেটা রান করে। এই ফিচারটি খুবই সুবিধাজনক। তবে মাঝে মাঝে এটি বিরক্তির কারণ হয়ে দ্বারায়। তখন এই ফিচারটিকে বন্ধ করার প্রয়োজন পড়ে।

কি করে অটোরান সিডি ফিচারটি বন্ধ করা যায় :

১. ক্লিক করুন Start button -> Run option এ ক্লিক করুন -> টাইপ করুন regedit -> এবং Enter বাটন চাপুন।
২. ক্লিক করুন HKEY_LOCAL_MACHINE -> তারপর SYSTEM -> CurrentControlSet ক্লিক করুন -> Services এ ক্লিক করুন -> Cdrom -> Autorun এ ডাবল ক্লিক করে Value Data তে ভ্যালু পরিবর্তন করুন ( যদি ভ্যালু 0 করে দেন তাহলে disable হবে আর যদি 1 করে দেন তাহলে enable হবে।

উৎস : কম্পিউটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮