নববিবাহিত দম্পতি আলাপ করছে –
স্ত্রী : আমি প্রতি সপ্তাহে বসুন্ধরা যাবো।
স্বামী : কেন ?
স্ত্রী : কেন মানে, মার্কেট করতে!
স্বামী : অ্যা!!
স্ত্রী : আর প্রতি সপ্তাহে একবার কাঁটাবন যাবো।
স্বামী : কাঁটাবন কেন ?
স্ত্রী : কেন আবার, চাইনিজ খেতে।
স্বামী : (বড় বড় চোখ করে) হুম!
স্ত্রী : আর শুনো, প্রতি সপ্তাহে একবার…
স্বামী : আমিও প্রতি সপ্তাহে একবার মন্দির যাবো।
স্ত্রী : মন্দির কেন ?
স্বামী : কেন আবার, ভিক্ষা করতে।
এইটি আমি কবে যেন টিভিতে বিজ্ঞাপনের মাঝে অংশবিশেষ দেখেছিলাম। হঠাৎ মনে পড়ায় নিজের মত করে লিখেছি, তাই গুছিয়ে হয়তো বা লিখতে পারি নাই। এই লেখাটা আমি রংমহল ফোরামে প্রথমে দিয়েছিলাম।