‘ইউটিউব’ কমবেশি সকলের কাছেই অনেক প্রিয়। বাংলাদেশে এই ‘ইউটিউব‘ বন্ধ করে দেবার পর কার কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে খুবই খারাপ লেগেছে। কারণ, আমরা যারা ইউটিউব ব্যবহার করে থাকি শুধু মাত্র ভালো কোয়ালিটির গানের জন্য। আর যে মুভিটির জন্য একে বন্ধ করে রাখা হয়েছিল সেই মুভি আমি এমনিতেই দেখতাম না। আর যারা দেখতে চায় তারা ইউটিউব বন্ধ হবার পরেও দেখতে পেরেছে মুভিটা। তো, কি লাভ হল !
যা হোক। আজ অনেক ভালো লাগছে। এতদিন ট্রাই করেছিলাম নেটে দেয়া কিছু কিছু নিয়মে ইউটিউব কে চালাতে। কিন্তু আমি যেমন ভাবে চালাতে চাই তেমনিভাবে পারছিলাম না।
ইউটিউব ভিজিট তো হবেই সাথে করে প্লে হবে এবং ভালো কোয়ালিটিতে ডাউন-লোড করা যাবে। আগে এমনভাবেই ইউটিউবকে পেয়েছিলাম।
আজ কি মনে করে যেন আমি আমার ইউটিউব এর একাউন্টে লগইন করেছি। এবং ভিডিও সার্চ করে প্লে করার ট্রাই করতেই তো অবাক ! Youtube is BACK !! ওয়াও !! ভিডিও প্লে হতে শুরু করেছে এবং এইচডি কোয়ালিটিতে এই মাত্র ভিডিওটি ডাউন-লোড দিয়েছি। হচ্ছে ডাউন-লোড। ভিডিও গানটার নাম ‘Ocean Lie Between Us!’ এবং ১১২+ মেগাবাইট সাইজের ফাইলটি।
যা হোক, অবশেষে ইউটিউব’ iS BacK টু mE …. !! 🙂
তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি।
আমি যা যা করেছি ‘ইউটিউব’ কে আগের রূপে ফিরে পেতে তা হল :
- প্রথমে ব্রাউজার ব্যবহার করেছি ‘মজিলা ফায়ারফক্স’ এর লেটেস্ট ভার্সনটি।
- এডোবি ফ্ল্যাশ প্লেয়ার এর লেটেস্ট ভার্সন ইনস্টল দিয়েছি।
- ‘ইউটিউব’ এ একাউন্ট করা ছিল তাই শুধুমাত্র লগইন করেছি : ‘https://www.youtube.com‘ ব্যবহার করে।
- ‘ইউটিউব’ থেকে ভিডিও ডাউন-লোড করার জন্য ‘Easy Youtube Video Downloader’ এডঅনটি এবং সাথে ‘IDM‘ ব্যবহার করছি।
- ব্যাস !! আগের মতই সবকিছু।
- কোন প্রকার হ্যাকিং, ক্র্যাকিং বা ঝামেলার প্রয়োন হয় নাই।