চাকুরিদাতা প্রতিষ্ঠান জবস্ট্রিট ডট কম ও ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ (ওঈগঅই) এর মধ্যে সমপ্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী জবস্ট্রিট ডট কম, আইসিএমএবি এর সদস্য এবং শিক্ষার্থীদের দেশে এবং দেশের বাহিরে চাকুরি পেতে সাহায্য করবে।