মোবাইল ফোনে চলবে গাড়ি

মোবাইল ফোন আজকাল শুধু কথা বলার জন্যই নয়, গাড়ির চাবি হিসেবেও চলছে এর ব্যবহার। জাপানের শার্প কর্পোরেশন ‘নিশান’ ব্র্যান্ডের গাড়ির জন্য এমনই এক মোবাইল ফোন তৈরি করবে, যার মধ্যে থাকবে ‘ইন্টেলিজেন্ট কি’ অপশন। অপশনটির ব্যবহারকারী তার গাড়ির চাবি পকেট থেকে বের না করেই গাড়ির দরজার লক খুলতে এবং গাড়ি স্টার্ট দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে, চাবি থাকতে হবে হাতের কাছেই। নতুন উদ্ভাবিত এ মোবাইল ফোন এবং গাড়িতে এ প্রযুক্তি থাকার পাশাপাশি আপনার মোবাইল অপারেটরও যদি এ সুবিধা প্রদান করে থাকে, তবেই আপনি এ সুবিধার সম্পূর্ণ সুফল ভোগ করতে পারবেন। বর্তমানে জাপানের সর্ববৃহৎ মোবাইল অপারেটর এনসিসি ডকোমোই একমাত্র এ সুবিধা প্রদান করছে। উল্ল্যেখ্য, জাপানের এ মোবাইল কোম্পানি এ বছর একটেলের কিছু শেয়ার কিনে নেয়।

উৎস : ইন্টারনেট ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *