বিদ্যুৎ যায় না, আসে…

কালিগঞ্জ, বাংলাদেশ
কালিগঞ্জ, বাংলাদেশ

বাংলাদেশের কিছু কিছু যায়গায় কখনও বিদ্যুৎ যায় না, আসে।  যায়গাগুলো হলো – কালিগঞ্জ, নাগেশ্বরী ইত্যাদি। সেখানকার মানুষ কখনও বলেনা, ‌’বিদ্যুৎ চলে গেছে।’ তারা বলে, ‘বিদ্যুৎ এসেছে।’
শুনে অবাক লাগছে তাই না? এবং আমার কথার কিছুই বুঝতে পারেন নাই, ঠিক না? নাকি ভাবছেন সেখানে এতো বিদ্যুৎ কি করে থাকে, সরকার কি করে সেখানে বিদ্যুতের এতো ব্যবস্থা করে, কেনই বা করে ইত্যাদি ইত্যাদি।
আসলে সেটা নয়! আমাদের দেশের অন্যান্য স্থানে যেমন বিদ্যুৎ যখন তখন চলে যায় সেখানে যখন তখন বিদ্যুৎ চলে যাবার প্রশ্নই উঠেনা। কারণ, সেখানে বিদ্যুৎ সপ্তাহে ২/৩ দিন থাকে না, তারপর ২/১ ঘন্টার জন্য আসে, আবার চলে যায় আর ২/৩ দিন পর আসে। বাকি সময় বিদ্যুৎ থাকে না। সেখানকার মানুষ তাই বলে, ‘বিদ্যুৎ এসেছে।’
বিদ্যুৎ সেখানে ২/৩ দিন না থাকায় তারা অভ্যস্থ হয়ে পড়েছে। তাদের কাছে বিদ্যুৎ আসাটাই বড় কথা, সপ্তাহের বেশীরভাগ সময় বিদ্যুৎ থাকবে না এটাই যেন নিয়ম।

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.