ফোল্ডার অপশান হাঁরিয়ে গেলে কি করবেন (!)

ফোল্ডার অপশান হাঁরিয়ে গেলে কি করবেন সেটা জানার আগে জানতে হবে ফোল্ডার অপশান কি ? মাইকম্পিউটার ওপেন করে টুলস মেনুতে রয়েছে এই ফোল্ডার অপশানটি। এর দ্বারা আপনি কম্পিউটারের লুকিয়ে রাখা ফাইলগুলিকে দেখতে পারবেন।

অনেক সময় কম্পিউটারে এক প্রকার ভাইরাস প্রবেশ করে। ভাইরাসটি এন্টিভাইরাস দিয়ে রিমুল করলেও একটি সমস্যা থেকেই যায়। তা হলো ড্রাইভ, পেনড্রাইভ ডাবল ক্লিক করলে খুলে না। তখন সেই ড্রাইভটিতে প্রবেশ করে হিডেন ফাইলটি ডিলেট করলেই সেই সমস্যাটি আর থাকে না। আর এইজন্য প্রয়োজন ফোল্ডার অপশান মেনুটির। এই অবস্থায় যদি সেই মেনুটিও হাঁরিয়ে যায়, কি করবেন?

যা করতে হবে :

১. প্রথমে Start এ ক্লিক করে Run এ যান।

২. gpedit.msc টাইপ করে এন্টার এ চাপ দিন। ( Group Policy উইন্ডো ওপেন হবে। )

৩. এবার User Configuration এ ক্লিক করুন ( বাম থেকে )।

৪. Administrative Templates এ ক্লিক রুন।

৫. Windows Components থেকে Windows Explorer এ ক্লিক করুন।

৬. এবার ডানদিকে “Removes the Folder Options menu item from the Tools menu” অপশনটিতে ডবল ক্লিক করুন আর এর Setting ট্যাবে ক্লিক করে এটিকে Disabled করে দিন।

ব্যাস!! ফোল্ডার অপশান চলে আসবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

3 thoughts to “ফোল্ডার অপশান হাঁরিয়ে গেলে কি করবেন (!)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *