উইন্ডোজ এক্সপিতে কিভাবে হাইবারনেট সচল করতে হয়?

উইন্ডোজের সাথে hibernation বিল্টইন থাকে। অর্থাৎ উইন্ডোজ ইনস্টল করার পর এই ফিচারের জন্য আর কোন সফ্টওয়্যার দরকার পড়ে না। এ ফিচার দ্বারা আপনি আপনার কাজের পারফরমেন্স আগের চেয়ে আরো বেশী বাড়াতে পারবেন এবং খুব দ্রুত পিসি বন্ধ এবং উন্ডোজের স্টার্টআপ টাইম কমাতে পারবেন। আরো একটি বিশাল সুবিধা হলো আপনি আপনার পিসিতে অনেকগুলো প্রোগ্রাম, ফাইল ইত্যাদি ওপেন করে আছেন হঠাৎ করে আপনার কোথাও যেতে হবে তখন আপনি কোন প্রোগ্রাম বন্ধ না করেই ঠিক সেই অবস্থায় রেখে পিসিটে হাইবারনেট করলে আবার যখন পিসি ওপেন করবেন আপনার প্রোগ্রামগুলি এবং ফাইল ঠিক সেই অবস্থায় পাবেন যেভাবে রেখে গিয়েছিলেন। উইন্ডোজ hibernated information গুলোকে একটি Hiberfil.sys ফাইলে সংরক্ষন করে রাখে। এই ফাইলটির সাইজ আপনার সিস্টেমের RAM এর সাইজের থেকে বড় হবে না।

নিম্নের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে hibernation একটিভ করতে হলে :
১. অবশ্যই আপনাকে এডমিন হয়ে লগইন করতে হবে।
২. প্রথমে Start button এ ক্লিক করতে হবে -> তারপরে Settings -> Control Panel -> এবং Power Options এ যেতে হবে।

একটি ডায়ালগবক্স আসবে।
৩. সেলেক্ট করতে হবে Hibernate tab টি এবং তারপর “Enable hibernation” এর বক্সে ক্লিক করে টিক মার্ক বসাতে হবে।
যদি এই ফিচারটি আপনার উইন্ডোজ সাপোর্ট না করে তাহলে ‘Hibernate tab’ টি সেখানে থাকবে না।

৪. এখন Apply button এ ক্লিক করতে হবে। তারপর Ok button এ ক্লিক করে পিসিটি একবার রিস্টার্ট করুন।
এই hibernation feature টি সক্রিয় করার পর Start button এ ক্লিক করুন -> তারপর “Turn off Computer” এ ক্লিক করুন দেখুন সেখানে একটি নতুন ফিচার হসেবে “Hibernate” চলে এসেছে। যদি না আসে তাহলে তখন “Shift” বাটনে প্রেস করুন ফিচারটি দেখতে পাবেন।

উৎস : কম্পিউটার ফ্রী টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *