চীনের এক অদ্ভুত বাড়ি – ‘পিয়ানো হাউজ’ !!

Piano-House-in-ChinaCubeme

এই পিয়ানো হাউজটি অবস্থিত চীন দেশে। চীনের হেফাই ইউনিভার্সটি অফ টেকনোলজির ”আর্কিটেকচারাল ডিজাইন ফ্যাকাল্টি’ এর এক দল ছাত্র এই বাড়িটি ডিজাইন করেছে। তাদের কাজে সাহায্য করেছিল একটি ডিজাইনার কোম্পানি নাম, ‘হুয়াই-নান ফ্যাঙ্কাই ডেকোরেশন প্রজেক্ট’।

এই পিয়ানো হাউজটি রয়েছে, চীনের হুনাইনান শহরে। এই বিল্ডিংটি ডেভেলপ করা হয়েছে মিউজিক প্রেমীদের এবং আশেপাশের মিউজিক্যাল কলেজের স্টুডেন্টদের জন্য।

পিয়ানো হাউজটির ডিজাইনে রয়েছে দুইটি মিউজিক্যাল ইনস্ট্রূমেন্ট, একটি ট্রান্সপারেন্ট ভাইওলিন যার ভিতর থেকে দেখা যেতো বাড়িটিকে এবং আরেকটি পিয়ানো।

এই পিয়ানো হাউজটি লোকাল গোভারনমেন্টের অনুমতিতে ডেভেলপ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *