আমার ডেভেলপ করা এন্ড্রয়েড এ্যাপ : ‘Name Says’

ফেইসবুকে দেখলাম একটি নাম দিলে সেই নামের জন্য কিছু ইংরেজি শব্দ চলে আসে যা সেই নামের মানুষটির চরিত্র বর্ণনা করে। ভাবলাম প্রাকটিসের জন্য চেষ্টা করি। আর তখনই এই এ্যাপটি ডেভেলাপ করলাম শুধুমাত্র ফানের জন্য।

এ্যাপটিতে একটি ইংরেজি নাম দিলে কিছু শব্দ চলে আসবে যা সেই নামের মানুষটির চরিত্র বর্ণনা করবে এবং এ্যাপটির জন্য কোন ফন্ট এর প্রয়োজন হবে না কারণ ফন্ট এমবেড করা হয়েছে। মুভ টু এসডি কার্ড সাপোর্টেড এবং সাইজ ছোট।

ডাউন-লোড লিংক :
Dropbox : https://www.dropbox.com/s/ayau8e2lnesbuk9/nameSays.v.1.0.1.apk?dl=0

Namesays

 

বি.দ্র. যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। কারণ অনেক সময় অনেক সাইটে দেখেছি ডাউনলোড লিংক দেয়া থাকে যা পরে কাজ করে না।

বিস্ময়কর বানর-সদৃশ অর্কিড …

অর্কিড এর সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত।  ইহা এক প্রকারের ফুল, এবং Orchidaceae (অর্কিডাসি্‌ই)  পরিবারের একজন সদস্য। এই পৃথিবীতে কমপক্ষে ২৫০০০ প্রকারের ভিন্ন ভিন্ন অর্কিড রয়েছে। এই প্রকারের ফুল ঘরের শোভা বাড়ায়।

কিন্তু প্রকৃতি বড়ই বিচিত্র। বিচিত্র তার খেয়াল। আর তারই একটি উদাহরণ হল এই নতুন ধরনের অর্কিড। বিস্ময়কর এই অর্কিডকে বলা যায় ‘মানকি অর্কিড’ বা ‘বানর-সদৃশ অর্কিড’

Monkey Orchid

এই অদ্ভুত অর্কিড পৃথিবীর দক্ষিণ-পূর্ব দিকের ইকুয়াডোরিয়ান এবং পেনুভিয়ান ক্লাউড বনে প্রথম দেখা যায়। সে সময় এই অর্কিড ছিল প্রায় ১০০০ থেকে ২০০০ মিটার উঁচুতে তাই অনেক মানুষই বিভিন্ন স্থান হইতে ফুলগুলি দেখতে পায়।

এর বৈজ্ঞানিক নাম ‘ড্রাকুলা সিমিয়া’।  এই অর্কিডের প্রধান বৈশিষ্ট্য যা অন্য অর্কিডগুলি থেকে একে ভিন্ন করে রেখেছে আর তা হল এগুলি দেখতে প্রায় বানরের মুখের মত।

এই ‘মানকি অর্কিডটি’ যে কোন ঋতুতেই জন্মাতে পারে। এর কোন নির্দিষ্ট সময় নেই। আর এই অর্কিডটি থেকে পাকা কমলার মত ঘ্রাণ আসতে থাকে।

Read More