হ্যান্ডসেটে লিখে ফেললেন ৩ শ’ ৮৪ পৃষ্ঠার বই

কাগজ-কলম আর টাইপ রাইটার না হয় সেকেলে। কবিতা বা উপন্যাস লিখতে তাই বলে কি নিদেনপক্ষে কম্পিউটারও প্রয়োজন পড়বে না? সম্ভবত এটাই প্রমাণ করতে চাচ্ছেন ইতালির লেখক রবার্তো বার্নোকো। প্রতিদিন দপ্তরে যাওয়া আসার সময়কে কাজে লাগিয়ে চলতি পথেই তিনি নিজের সেলফোনটিকে বই লেখার কাজে লাগিয়ে ফেলেছেন। উত্তর ইতালির পিডিমন্টের অধিবাসী তথ্যপ্রযুক্তি পেশাজীবী বার্নোকো ‘কম্পাগনি ডি ভিয়াগো’ নামের ৩ শ’ ৮৪ পৃষ্ঠার একটি সায়েন্স ফিকশন লিখে ফেলেছেন তার নকিয়া হ্যান্ডসেটে।
Read More