আপনার গুরুত্বপূর্ণ কোন ফাইল ইমেজে (ছবির) ভিতরে লুকিয়ে রাখুন

আপনি অনেক সময় আপনার কিছু কিছু ফাইল গোপন করে রাখেন যেমন হাইড করে বা পাসওয়ার্ড দিয়ে রাখেন। কিন্তু আরেকটি পদ্ধতি আছে ফাইল লুকিয়ে রাখার। আপনি আপনার ফাইলটি যে কোন একটি ছবির ভিতরে লুকিয়ে রাখতে পারেন।

পরে সেই ছবিটি থেকে লুকিয়ে রাখা ফাইলটি বের করতে পারবেন।

মনে করুন, আপনি‘G:/’ ড্রাইভে alin নামে একটি ফোল্ডারে Documents.doc নামে ফাইলটি লুকিয়ে রাখতে চান alin2.jpg নামক ছবিটির ভিতরে। তাহলে যা করতে হবে :
. ‘G:/’ ড্রাইভটিতে প্রবেশ করুন।
. ‘alin’ নামে ফোল্ডার রি করুন।

Read More

ফোল্ডার অপশান হাঁরিয়ে গেলে কি করবেন (!)

ফোল্ডার অপশান হাঁরিয়ে গেলে কি করবেন সেটা জানার আগে জানতে হবে ফোল্ডার অপশান কি ? মাইকম্পিউটার ওপেন করে টুলস মেনুতে রয়েছে এই ফোল্ডার অপশানটি। এর দ্বারা আপনি কম্পিউটারের লুকিয়ে রাখা ফাইলগুলিকে দেখতে পারবেন।

অনেক সময় কম্পিউটারে এক প্রকার ভাইরাস প্রবেশ করে। ভাইরাসটি এন্টিভাইরাস দিয়ে রিমুল করলেও একটি সমস্যা থেকেই যায়। তা হলো ড্রাইভ, পেনড্রাইভ ডাবল ক্লিক করলে খুলে না। তখন সেই ড্রাইভটিতে প্রবেশ করে হিডেন ফাইলটি ডিলেট করলেই সেই সমস্যাটি আর থাকে না। আর এইজন্য প্রয়োজন ফোল্ডার অপশান মেনুটির। এই অবস্থায় যদি সেই মেনুটিও হাঁরিয়ে যায়, কি করবেন?

যা করতে হবে :

১. প্রথমে Start এ ক্লিক করে Run এ যান।

২. gpedit.msc টাইপ করে এন্টার এ চাপ দিন। ( Group Policy উইন্ডো ওপেন হবে। )

৩. এবার User Configuration এ ক্লিক করুন ( বাম থেকে )।

৪. Administrative Templates এ ক্লিক রুন।

৫. Windows Components থেকে Windows Explorer এ ক্লিক করুন।

৬. এবার ডানদিকে “Removes the Folder Options menu item from the Tools menu” অপশনটিতে ডবল ক্লিক করুন আর এর Setting ট্যাবে ক্লিক করে এটিকে Disabled করে দিন।

ব্যাস!! ফোল্ডার অপশান চলে আসবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

শাটডাউন বাটন হাইড/আনহাইড করা

আপনি ইচ্ছা করলে শাটডাউন বাটনটি হাইড করতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে :

১. অবশ্যই আপনাকে এডমিন হয়ে পিসিটি লগইন করতে হবে।
২. ক্লিক করুন Start button তারপর Run এ ক্লিক করুন এবার টাইপ করুন regedit এবং Enter করুন।
৩. HKEY_CURRENT_USER এ ক্লিক করুন -> Software এ যান -> Microsoft এ ক্লিক করু -> Windows বাছাই করুন -> এবার CurrentVersion এ ক্লিক করুন তারপর Policies তে ক্লিক করুন -> Explorer এ যান।
৪. এবার ডানপাশের প্যানেল হতে মাউসের ডান বোতামে ক্লিক করুন।
৫. new তে ক্লিক করুন -> এরপর DWORD value কে ক্লিক করুন এবং নাম দেবার জন্য NoClose লিখুন।
৬. এখন ‘NoClose‘ এ ডাবল ক্লিক করুন এবং value data box এ 1 লিখুন।
৭. OK করুন।
৮. registry editor বন্ধ করুন এবং পিসিটি restart করুন।
৯. এবার দেখুন আপনার শাটডাউন বাটনটি স্টার্ট মেনু থেকে উধাও হয়ে যাবে।
১০. কিন্তু পরবর্তীতে আবার এই shutdown button টি মেনুতে স্থাপন বা আনহাইড করতে চাইলে সামন্য একটু পরিবর্তন করতে হবে। উপরের ৬ নং ধাপে value data box এ শুধুমাত্র 1 এর স্থলে 0 টাইপ করতে হবে অথবা DWORD item টি delete করে দিতে হবে।
১১. আবার registry editor বন্ধ করতে হবে এবং পিসিটি restart করতে হবে।
১২. এইভাবে স্টার্ট মেনু হতে শাটডাউন বাটনটি হাইড এবং আনহাইড করা যাবে।

উৎস : কম্পিউটার ফ্রী টীপস
অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮