সাহিত্যে নোবেল জিতলেন ফ্রান্সের লো ক্লেজিও

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার জিতেছেন খ্যাতনামা ফরাসি লেখক জ্যঁ-মারি গুস্তাভ লো ক্লেজিও। সুইডেনের নোবেল কমিটি বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। ১৯৮৫ সালের পর এই প্রথম কোনো ফরাসি লেখক সাহিত্যে নোবেল পেলেন।

এর আগে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ও পরে ফরাসি নাগরিকত্ব গ্রহণকারী চীনা লেখক গাও জিংজিয়ান ২০০০ সালে এবং ফ্রান্সে জন্ম নেয়া সাহিত্যিক কো¬ড সিমোন ১৯৮৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। মজার ব্যাপার হলো, ১৯০১ সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কারটিও পেয়েছিলেন একজন ফরাসি কবি।

ল্যে ক্লেজিও পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোন (১৪ লাখ ডলার) পাবেন। অ্যাডভেঞ্চারধর্মী উপন্যাস, প্রবন্ধ ও শিশু সাহিত্যে অবদানের জন্য লো ক্লেজিওকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

Read More