উইন্ডোজের টাস্কবারের ঘড়ির ডানে নিজের নাম বসাবেন কিভাবে?

উইন্ডোসের টাস্কবারের ডানে ঘড়ির পাশে AM বা PM লেখা থাকে। সেখানে কিভাবে নিজের নাম বসাবেন(!) টাস্কবারটি আগে দেখুন :

টাস্কবারে ঘড়ির পাশে নাম লিখতে যা করতে হবে :
১. Start এ ক্লিক করুন –> Settings এ ক্লিক করুন –> Control Panel এ যান।
২. এবার Regional and Language Options এ ডাবল ক্লিক করুন।
৩. এবার Regional Options ট্যাবটিতে যান।
৪. Customize… এ ক্লিক করুন –> Time এ যান।
৫. এবার AM symbol এবং PM symbol এ এর ঘরগুলিতে ক্লিক করে নিজের নাম লিখুন।
৬. Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
৭. আবার একইভাবে Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
ব্যাস!!
দেখুন টাস্কবারটি :

লেখা : এলিন (এডমিন) ২০০৮
সূত্র : ইন্টারনেট