“অদ্ভুদ তুমি”

তোমায় কেন জানি বুঝেও বুঝিনা!

এতো কিছু বুঝি,

এতো কিছু জানি,

বলে ফেলি অতিতের কত ঘটনা-

শুধু তোমায় কেন জানি, বুঝেও বুঝিনা!

কখনও বা তুমি শান্ত অতি,

ধীরে ধীরে বয়ে যাওয়া কোন এক নদী;

কখনও বা উত্তাল অশান্ত ঢেউ,

অতি চেনা, সুনয়না, আমারই কেউ।

কখনও বা দ্বিধাহীন ছোট্ট শিশু,

কখনও অস্থীর, আনমনা;

… তোমায় চিনেও চিনি না,

… কেন জানি চিনতে পারি না!

                                    -এলিন  [ এপ্রিল-২০১০]

“আমি ও আমার নিঃসঙ্গতা”

জানি না কি চাই!
অশান্তি? নাকি শান্তির জীবন?
পরম সুখ? নাকি নির্জন মরন?
জানি না কিসে এতো অস্থীরতা!
কার জন্য গুনে যাই হাজার প্রহর!
জেগে জেগে পার করি সমস্ত নিশী-
কেন মিছিমিছি!
আমি জানি না।
শুধু জানি, আমি বেঁচে আছি।
শুধুই থাকি এক অজানা ঘোরে,
নিশ্চুপে আসে যায় স্মৃতি অগোচরে,
নিদারুন খেলে যায় চঞ্চলতা।
বসে বসে দেখি আমি ও

… আমার নিঃসঙ্গতা!

 

লেখা :  এলিন ( মার্চ-১৩-২০১০ )

এলিনের ভূবনে লাইভ চ্যাট!!

এই সাইটটিতে একটি নতুন বিষয় যোগ করা হয়েছে। এখন থেকে আপনি এডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন; যাকে ‘লাইভ চ্যাট’ বলে। যখনই এডমিন অনলাইনে থাকবেন, তখনই আপনি এই কাজটি করতে পারবেন। এই জন্য আপনার ইয়াহু ম্যাসেঞ্জার লগইন করার দরকার হবে না। শুধুমাত্র সাইটে দেয়া ‘Chat/চ্যাটিং’ পেজটিতে ঢুকতে হবে!!
এবার ‘Nickname’ এ ক্লিক করে একটি নাম দিয়ে চ্যাটিং করতে পারবেন। ধন্যবাদ!!

লেখা : এলিন (এডমিন) ২০০৮

ফটোজোন : হাই-রেজুলেশান ছবির জন্য ভিজিট করুন

আপডেট : সাইটটি বন্ধ আছে। এটা আর ব্যবহার করা হচ্ছে না।

যারা কম্পিউটার ব্যবাহার করেন তাদের অনেকই তাদের হার্ড ডিস্কে ছবি সংরক্ষণ করতে খুবই পছন্দ করেন। কিছুটা এ্যালবামে স্ট্যাম্প জমানোর মত। প্রায় ৫০০ থেকে ১০০০ বা আরো বেশি ছবি থাকে সবার কম্পিউটারে। সেই ছবিগুলোর কিছুটা থাকে ঘোলা, কিছুটা আবার খুব পরিস্কার। আবার কিছু ছবি থাকে একটু বড় করলেই ফেঁটে যায়। এর কারণ রেজুলেশান কম।
হাই রেজুলেশান ছবি খুব পরিস্কার হয় এবং বড় ( সাধারণত যেরকম বড় আপনার লাগবে ) করলেও সহজে ফাঁটে না। এইরকম বেশ কিছু হাই রেজুলেশান ছবি নিয়ে একটি সাইট হচ্ছে ‘ফটোজোন’। আপনি সেখান থেকে বলিউড, হলিউড, দেশি তারকাদের ছবি থেকে শুরু করে মজার ছবি, ডিজিটাল বা ত্রিমাত্রিক ছবি, ফুলের ছবি, গাড়ির ছবি, পশু-পাখির ছবি, বাংলাদেশের সৌন্দর্যের ছবি, বিখ্যাত ফটোগ্রাফারের তোলা গ্যালারী থেকে নেয়া ছবি ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন।

সাইটটির এড্রেস হলো : http://photozone.co.nr/

Read More

“আমার এক বন্ধু প্রয়োজন”

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বাসবে ভালো হৃদয় দিয়ে-
বুঝবে আমার মন।
আমার এক বন্ধু প্রয়োজন॥

আমার এক বন্ধু প্রয়োজন,
যে হৃদয় মাঝে চুপটি করে-
খেলবে সারাক্ষণ।
আমার এক বন্ধু প্রয়োজন॥

যে দেখবে আমায় সেই নয়নে-
যাকে বাসবো আমি ভালো,
যে হৃদয় মাঝে জ্বালিয়ে দিবে-
ভালোবাসার আলো।

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বলবে কথা কানে-কানে-
সরলতার সুরে,
যে থাকবে আমার অনুভবে-
পুরো হৃদয় জুড়ে।

 

লেখা : এলিন (এডমিন)