সেনাবাহিনী, RAB এবং পুলিস

বিভিন্ন কাজের ঝামেলাতে ব্লগে আসা হয় না। আজ কেন জানি মনে হচ্ছে ব্লগে কিছু একটা লিখি। নিজের ব্লগে লেখার মজাই আলাদা। তবি বুঝতে পারছি না এতোদিন পরে আজ কি লিখা যায়। কিই বা লিখব! একটা কৌতুক দেয়া যেতে পারে।

 

সেনাবাহিনী, RAB এবং পুলিস

একবার সরকার ঘোষনা দিল সেনাবাহিনী, RAB এবং পুলিসের মধ্যে কে সবচেয়ে দক্ষ তা তিনি পরীক্ষা করবেন।এজন্য তিনি একটি খরগোস বনের ভেতর ছেড়ে দিয়ে বললেন যে এই খরগোসটি ধরে আনতে পারবে বুজবো সে বাহিনীটিই সবচেয়ে দক্ষ।
তারপর সেনাবাহিনী সারদেশের বন উজাড় করে দুই সপ্তাহ পর বলল কোথায়ও খরগোস নেই।
RAB দুই মাস গভীর তদন্ত করে বলল খরগোসটি ভারতে চলে গেছে
পুলিস দুই ঘন্টা পর একটি ভাল্লুক ধরে আনল যেটাকে দেখে মনে হচ্ছে খুব মার খেয়েছে এবং সেটা চিৎকার করে বলছে ঠিকাছে আমি খরগোস! ঠিকাছে আমি খরগোস!………
 
উৎস : কোথায় যেন পড়েছিলাম মনে আসছে না ( ২০০৯ )।

কৌতুকসমগ্র-‌১

(১) “বাসনা আর প্রয়োজন”
একবার এক লোক এক হালি ডিম কিনতে বড় একটি নামকরা দোকানে গেলেন। দোকানটিতে ঢুঁকতেই রিসেপসনিস্ট এর সাথে দেখা। রিসেপসনিস্ট ছিলেন এক খুব সুন্দরী মেয়ে।
সুন্দরী রিসেপসনিস্ট লোকটিকে বললেন, “আপনার বাসনা বা প্রয়োজন কি আমাকে বলবেন?”
লোকটি তখন সাথে সাথে বললেন, “আমার বাসনা আপনাকে জড়িয়ে ধরে চুম্বন করা। আর প্রয়োজন হলো এক হালি ডিম।” Read More