রোবট ড্যান্স : গাং-নাম স্টাইলের তালে নেচে প্রতিযোগিতায় জয়লাভ করেছে এক রোবট

চীনের পূর্বাঞ্চল ‘হ্যাংঝোউতে’ একক নৃত্যের উপরে একটি প্রতিযোগিতা হয়েছিল। সেখানে বিচারকও ছিলেন, দর্শকরাও ছিলেন, যেমনটি থাকে অন্যান্য সাধারণ প্রতিযোগিতাগুলিতে।

কিন্তু এই প্রতিযোগিতাটি অন্যান্য প্রতিযোগিতা থেকে ভিন্ন ছিল। এখানেrobot gangnam style dance প্রতিযোগীরা কোন মানুষ ছিল না। এই প্রতিযোগিতা হয়েছিল কিছু সংখ্যক রোবটদের নিয়ে।

আর সেখানে সকল রোবট নৃত্যশিল্পীদেরকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে একটি রোবট, যে নেচেছিল এখনকার দিনের সারা জাগানো গান ‘গাং-নাম স্টাইল’ এর সাথে। এই গানটি এই পর্যন্ত ইউটিউবে ৬০০ মিলিয়নের মত হিট পড়েছে।

এই ‘গাং-নাম স্টাইল’ গানটি গেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার একজন র‍্যাপার (যে র‍্যাপ গান গায়) Psy । তিনি এই গানটি রিলিজ করেন এই বছরের জুলাই মাসে। এতে তিনি একটি বিশেষ স্টাইলে নেচেছেন যাকে নাম দিয়েছেন ‘গাং-নাম স্টাইল’ বা ‘হর্স ড্যান্সিং’।

নিচে ভিডিওটি দেখুন (ভিডিও লিংকটি মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাচ্ছে 🙁 )

ইউটিউব লিংক : http://youtu.be/lwcz0S_oqZM

উৎস : বিবিসি নিউজ ২০১২

নৃত্য-শক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ফোন চার্জ

কয়েকমাস আগে লন্ডনের অরেঞ্জ কম্পনি একটি মোবাইল চার্জার বাজারে ছেড়েছে। এই চার্জারটি শরীরের মুভমেন্টের উপর ভিত্তি করে মোবাইলকে চার্জ দেয়। ইহা বাহুতে বেঁধে রাখতে হয় এবং সেই অবস্থায় বাহুকে ঝাঁকালেই মোবাইর চার্জ হতে শুরু করবে। যেন মোবাইল চার্জ কোন ব্যাপারই না।

গত জুনের ২৪ তারিখে লন্ডনের অরেঞ্জ কম্পনি এই নতুন চার্জারটি বাজারে ছেড়েছে। এই চার্জারটির ওজন মাত্র ১৮০ গ্রাম এবং দৈর্ঘ্যে ৪.২৫ ইঞ্চি আর প্রস্থ্যে ২.৫ ইঞ্চি।

ইহা একটি এমপিথ্রী প্লেয়ারের মত যেটা দৌড়ানোর সময় অনেকে বাহুতে বেঁধে রাখে এবং গান শোনে। এই চার্জারটিকে বাহুতে বেঁধে রেখে যদি নৃত্য করা হয় তখন এটি ব্যাটারিতে একটি শক্তি সঞ্চয় করে যাকে ইংরেজিতে বলে “Dance generated power’।

এই সম্পর্কে অরেঞ্জের স্লোগান হলো, “Wave your arms in the air and charge your phone like you just don’t care.”

অরেঞ্জ এর পরেও আরেকটি নতুন চার্জার তৈরি করেছে যা এখনও বাজারে ছাড়েনি, যে চার্জারটি চার্জ দিতে আপনার নৃত্যও করতে হবে না, শুধুমাত্র বাতাস হলেই হবে। এটি বাতাসের সাহায্যে মোবাইলকে চার্জ দিতে সক্ষম। (রিপোর্টটি দেখুন)

উৎস : ইন্টারনেট ২০০৮
অনুবাদ : এলিন (এডমিন)