কম্পিউটার বাজার ( আপডেট )

এখান থেকে খুবই গোছানোভাবে আপনারা কম্পিউটারের আপটেডেট বাজারদর জানতে পারবেন। আমি চেষ্টা করবো আপডেট খবর দেবার। তবে, প্রতিদিন তো সম্ভব হবে না (!) মাসে হয়তোবা একবার দেবো।  আপনারা তারিখ মিলিয়ে টপিকটি দেখবেন। এখানে পুরাতন বাজারদরও থাকতে পারে।

র‌্যাম আর প্রসেসরের দাম কমেছে

শনিবার ( নভেম্বর-২৯-২০০৮ ) পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো-

ঢাকার কম্পিউটার বাজারে র‌্যামের দাম কমেছে। এ ছাড়া প্রসেসরের দামও কিছুটা কমেছে। বাকি সব যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। বেচাকেনা ভালো বলেবিক্রেতারা জানান।

প্রসেসরঃ

সেলেরন ১·৮ডি গি·হা· ৩০০০ টাকা। ইন্টেল পেন্টিয়াম কোর টু কোয়াড কিউ ৬৬০০ ২·৪ গি·হা· ১৫০০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো ৩গি·হা ৪৫ এনএম ই৬৮৫০ (১৩৩৩ বাস ৬ মেবা ক্যাশ) ১৩,৬০০ টাকা। ইন্টেল কোর টু এক্সট্রিম ৩ গি·হা· কিউএক্স ৬৮৫০ (৮ মে·বা·, ক্যাশ ১৩৩৩৩ বাস) ৭৫০০০ টাকা। ইন্টেল কোর ডু ডুয়ো ২·৬৬ গি·হা· ৪৫ এনএম ১২৬০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২ গি·হা· ৫২০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২·২ গি·হা· ৫,৮০০ টাকা। Read More

কম্পিউটার বাজার ( গত সপ্তাহ আপডেট )

এখান থেকে খুবই গোছানোভাবে আপনারা কম্পিউটারের আপটেডেট বাজারদর জানতে পারবেন। আমি চেষ্টা করবো আপডেট খবর দেবার। তবে, প্রতিদিন তো সম্ভব হবে না (!) মাসে হয়তোবা একবার দেবো।  আপনারা তারিখ মিলিয়ে টপিকটি দেখবেন। এখানে পুরাতন বাজারদরও থাকতে পারে।

কম্পিউটার যন্ত্রাংশের দাম কমেছে॥
গত সপ্তাহেই শেষ হলো এলিফ্যান্ট রোডের কম্পিউটার মেলা। মেলা উপলক্ষে বেশকিছু কম্পিউটার যন্ত্রাংশের দাম কমেছিল, যা এখনো অপরিবর্তিত আছে। বিক্রেতারা জানান, স্পিকার ছাড়া অধিকাংশ যন্ত্রাংশের দামই কিছু না কিছু কমেছে।

Read More