আমার ডেভেলপ করা ডেস্কটপ-বেইসড জাভা প্রজেক্ট “MyWord Dictionary”

এখন আর কোন পোস্ট করাই হয় না। যা টুকটাক সবই ফেইসবুকে শেয়ার করে ফেলা হয়। এর জন্য আলাদা করে পোস্ট লিখে সেটা আবার ব্লগে পোস্ট করাটা কষ্টকর মনে হয়। আবার ব্লগটা খালিও রাখা যায় না। তাই ভাবছিলাম কিছু একটি পোস্ট করবো। এদিকে কয়েক বছর পর আবার জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি শুরু করেছি। আবার সেই বেসিকটাই শিখতে বসেছি। একেই বলে দূরত্ব। কোন কিছু থেকে বেশ কিছুদিন দুরে থাকলে তার সাথে সম্পর্কটা কমে যায়। জানিনা মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর কিনা ! 🙂

যা হোক। কিছুদিন স্টাডি করার পর একটি প্রজেক্ট নিয়ে বসলাম। প্রজেক্ট করতে গিয়ে শিখলে সেটা মনে থাকে ও বিভিন্ন সমস্যা ধরা পরে আর শেখার পাশাপাশি একটি প্রজেক্টও করে ফেলা হয় যা ইচ্ছা হলেই পোর্টফলিওতে যুক্ত করা যায়।

splash screen of myword dictionary
MyWord Dictionary এর Splashscreen

Dropbox : https://www.dropbox.com/sh/0htrxh8ngij2pwl/AABYUv5hs67xANR4Ny017Cxga?dl=0

ডাটাবেজ রিলেটেড প্রজেক্ট করবো তাই ডাটাবেজ খুঁজছিলাম নেটে। নতুন করে ডাটা টাইপ করতে অনেক সময় লেগে যাবে। পেয়েও গেলাম ডিকশনারি এর জন্য Read More

VLC Player এর কিছু ভিন্ন কাজ

আমরা অনেকেই VLC Player ব্যবহার করে থাকি। অডিও, ভিডিও মিউজিক, মুভি, গান ইত্যাদি প্লে করতে অনেকেই কমবেশি এই ‘VLC Player’ ব্যবহার করে থাকি। এতে প্রায় সব মিডিয়া ফরম্যাট এর ফাইল খুবই সহজে ও দ্রুত চালু করা সম্ভব। আর এই গুনটির জন্যই এর জনপ্রিয়তা বেড়েছে।

কিন্তু আমরা অনেকেই জানিনা যে এটি কেবল একটি মিডিয়া প্লেয়ারই নয়, একে দিয়ে আরও কিছু কাজ করানো যায়। যেমন : মিডিয়া vlc-desktop-windowফাইলগুলোকে কনভার্ট করা যায়, ইন্টারনেট থেকে কোন লিংক নিয়ে কোন অডিও বা ভিডিও প্লে করা যায়, ডেস্কটপ এর সকল কাজকর্মকে ইচ্ছে হলেই ভিডিও আকারে রেকর্ড করে রাখা যায়, ওয়েব ব্রাউজারের প্লেয়ার হিসাবে ব্যবহার করা যায়, ইউটিউব ভিডিও প্লে করা যায়, পোডকাস্ট হিসাবে সাবস্ক্রাইব করা যায় যেন ইন্টারনেট থেকে রেডিও বা কোন ভিডিও চ্যানেল এর আপডেট শোনা বা দেখা যায়, ইন্টারনেট রেডিও ব্যবহার করা যায়, ভিডিও এবং অডিওতে ইচ্ছে মত ইফেক্ট ব্যবহার করে প্লে করা যায়, আসকি প্লেব্যাক অপশন রয়েছে যার ফলে কোন ভিডিওকে আসকি মোডে প্লে করানো যায়, কোন ভিডিওকে ডেস্কটপের ওয়ালপেপার হিসাবে ব্যবহার করা যায় যা ফলে সম্পূর্ণ ডেস্কটপ জুরেই ভিডিওটি প্লে হবে এছাড়াও আরও অনেক ধরনের কাজ এই সফটওয়্যারটি ব্যবহার করে করা যায়।

আমি সেখান থেকে কয়েকটি প্রয়োজনীয় বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করবো। Read More