“আমার এক বন্ধু প্রয়োজন”

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বাসবে ভালো হৃদয় দিয়ে-
বুঝবে আমার মন।
আমার এক বন্ধু প্রয়োজন॥

আমার এক বন্ধু প্রয়োজন,
যে হৃদয় মাঝে চুপটি করে-
খেলবে সারাক্ষণ।
আমার এক বন্ধু প্রয়োজন॥

যে দেখবে আমায় সেই নয়নে-
যাকে বাসবো আমি ভালো,
যে হৃদয় মাঝে জ্বালিয়ে দিবে-
ভালোবাসার আলো।

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বলবে কথা কানে-কানে-
সরলতার সুরে,
যে থাকবে আমার অনুভবে-
পুরো হৃদয় জুড়ে।

 

লেখা : এলিন (এডমিন)

‍”ঈদ মোবারক্!!”

আজ পবিত্র ‘ঈদুল ফিতর’, মুসলমানদের জন্য মহা খূশীর ও পবিত্র একটি দিন। ‘এলিনের ভূবনের’ পক্ষ থেকে সকলকে ‘ঈদ মোবারক’!!

এলিন
এলিনের ভূবন, ২০০৮

মানবী (কবিতা)

তোমায় ফুল বলি, না চাঁদ বলি-
না- বলি চাঁদের জ্যেতি;
তুমি হলে সাগর তলের-
ঝিনুকে ভরা মতি।
তুমি হলে সুকন্ঠি-
তুমি- সুলোচনা;
তুমি-
সুকেশি, সুনেত্রা, অনন্যা।
তুমি হলে দিনের সূর্য-
রাতের চন্দ্র, তারা;
তুমি হলে শান্ত সাগর-
নীরব স্রোতধারা।

Read More

বিদ্যুৎ যায় না, আসে…

কালিগঞ্জ, বাংলাদেশ
কালিগঞ্জ, বাংলাদেশ

বাংলাদেশের কিছু কিছু যায়গায় কখনও বিদ্যুৎ যায় না, আসে।  যায়গাগুলো হলো – কালিগঞ্জ, নাগেশ্বরী ইত্যাদি। সেখানকার মানুষ কখনও বলেনা, ‌’বিদ্যুৎ চলে গেছে।’ তারা বলে, ‘বিদ্যুৎ এসেছে।’
শুনে অবাক লাগছে তাই না? এবং আমার কথার কিছুই বুঝতে পারেন নাই, ঠিক না? নাকি ভাবছেন সেখানে এতো বিদ্যুৎ কি করে থাকে, সরকার কি করে সেখানে বিদ্যুতের এতো ব্যবস্থা করে, কেনই বা করে ইত্যাদি ইত্যাদি।
আসলে সেটা নয়! আমাদের দেশের অন্যান্য স্থানে যেমন বিদ্যুৎ যখন তখন চলে যায় সেখানে যখন তখন বিদ্যুৎ চলে যাবার প্রশ্নই উঠেনা। কারণ, সেখানে বিদ্যুৎ সপ্তাহে ২/৩ দিন থাকে না, তারপর ২/১ ঘন্টার জন্য আসে, আবার চলে যায় আর ২/৩ দিন পর আসে। বাকি সময় বিদ্যুৎ থাকে না। সেখানকার মানুষ তাই বলে, ‘বিদ্যুৎ এসেছে।’
বিদ্যুৎ সেখানে ২/৩ দিন না থাকায় তারা অভ্যস্থ হয়ে পড়েছে। তাদের কাছে বিদ্যুৎ আসাটাই বড় কথা, সপ্তাহের বেশীরভাগ সময় বিদ্যুৎ থাকবে না এটাই যেন নিয়ম।

আমার নতুন মোবাইল…

আজ আমি একটি নতুন মোবাইল কিনেছি। মোবাইলটিতে তেমন ফাংশন না থাকলেও আমি যে সকল বিষয় পছন্দ করি সেগুলো খুবই চমৎকারভাবে দেয়া আছে। বিশেষ করে মিউজিক এর দিক থেকে এটা খুবই উন্নত। Read More