আমার নতুন জুমলা সাইট…

আমি আমার Personal সাইটের জন্য জুমলা ব্যবহার করে নতুন একটি সাইট করলাম। আমার পূর্বের Personal সাইটটিতে যে সকল ডাটা দিয়েছি, তাই থাকবে আর নতুন কিছুই আপডেট করবো না। কিন্তু এই নতুন Personal সাইটটি আপডেট করার চেষ্টা করবো।

স্ন্যাপশটের জন্য এখানে ক্লিক করুন

এবং সাইটটি ভিজিট করতে ব্যবহার করুন : http://www.alinsworld.co.cc এবং তারপর ‘ALINSWORLD – REAL PART‘ ক্লিক করুন।

সরাসরি সাইটটি ভিজিট করতে :  এখানে ক্লিক করুন

এই সাইটটি আমি জুমলা ১.৫.৯ ব্যবহার করে করেছি এবং এর টেম্প্লেটটিও আমার করা। অন্য সাইট থেকে আইডিয়া কিছুটা ধার করেছিলাম। আইডিয়ার অভাব (!)…

আসলে আমি আমার অফিসে কাজ করার সময় বিভিন্ন জুমলা টেম্প্লেট করতে করতে হঠাৎ করে মনে হলো নিজের জন্য একটি করি, তখন এটি করলাম। এই টেম্প্লেটের নাম রাখলাম ‘alinsworld_1.0’ এবং যেহেতু এটি আমি ব্যবহার করছি, তাই আর এই টেম্প্লেটটি শেয়ার করলাম না। পরে নতুন টেম্প্লেট তৈরি করা হলে অবশ্যই শেয়ার করবো।

অনেক দিন ঠিক মত ব্লগ লেখা হচ্ছে না…

এখন আর ব্লগে তেমন লেখা হয় না। বেশ ব্যাস্ত হয়ে পড়েছি। একটা জব করছি, ‘খান ব্রাদার’স’ এ। অফিস থেকে ফিরে বাসাতে এসে আর নেটে ঢোকা পড়ে না। তবে চেষ্টা করে যাবো কিছু না কিছু লেখার জন্য। আর আমার তো ঠিক নাই, হঠাৎ করেই মনে হতে পারে জব করবো না, ব্যাস…।

জীবনের প্রথম চাকরি-ইন্টারভিউ…(!?)

আমার চাকরির জন্য হঠাৎ করে আমি নিজেই একবার ট্রাই করে বসলাম। ( কিছুদিন অন্যদের এই ব্যাপারে ট্রাই করতে বলেছিল আমার মা, নিজের লোকোরা আসলেই কোন উপকারে আসতে চায় না। এতোদিন আমি নিজে চেষ্টা করি নাই। ভালো লাগে না চাকরি করতে। ) যাহোক, এইবার আম্মা বলায় আমি বিডিজবস এ একবার একটা জব এর জন্য এপ্লাই করে ফেললাম। খান ব্রাদারস ইনফরটেক এর একটা ফ্রীল্যান্সের জব। অবাক করে দিয়ে আমার কাছে একটা কল চলে এলো দু’দিন পরেই খান ব্রাদারস থেকে। আমাকে একবার যেতে বলেছে। আমি গেলাম। বিশাল একটা অফিস। শান টাওয়ারে। শান্তিনগরের চামেলীবাগে। আমার সাথে কথা বলে খুবই আনন্দিত হয়ে আমাকে জুলাই এর ১ তারিখ বলেছে ফোন করে ডেট বলে দেবে। আমি তো ভেবেছিলাম কি না কি জিজ্ঞাসা করে। কিন্তু আমার সাইটগুলো দেখে আর আমি সিআইএস ( কম্পিউটিং ইনফরমেশান সিস্টেমস ) এর ছাত্র শুনে আর কিছুই জিজ্ঞাসা না করে বলল, আমি কেমন স্যালারি আশা করছি। মানে সব ঠিক। আমি তো মোটামুটি অবাক হলাম। এসব তো কোন ভয়ের কিছু না, আগে ভাবতাম অনেক কঠিন কি যেন। জুলাই এ চাকরী মোটামুটি রেডী করে বাসাতে আসার সময় আবার জানতে পারলাম আমাদের ড্যাফোডীলের একটি জবের জন্য সামসুদ্দিন স্যার আমাকে যেতে বলেছে। এই তো পরেছি মহা চিন্তায়!!
এখন আমি জুলাই এর ১ তারিখে কোনটা করবো – স্যারের টা নাকি খান ব্রাদারস এর টা। স্যারেরটা না করলে স্যার কি মনে করবে, আর খান ব্রাদার্সের টা আমি কি বলি তাদের!? দেখি জুলাই আসুক, কি হয়।
যা হোক আমার চাকরীর জন্য নিজের প্রথম চেষ্টাটাই সফল। মজাই লাগছে!!
লেখা : এলিন (এডমিন) ২০০৯

আমার নতুন মোবাইল…

আজ আমি একটি নতুন মোবাইল কিনেছি। মোবাইলটি মোটামুটি ভালোই। মোবাইলটির মডেল হলো ‘বেনকিউ টি ৬০’ নিচে ছবি এবং বর্ননা দেয়া হলো –

Benq T60

সম্পুর্ণ বর্ননা জানতে এখানে ক্লিক করুন : http://www.gsmarena.com/benq_t60-2333.php

Read More

আমার প্রথম ‘কোলাজ কার্টুন’

সেদিন আমার এক ছোট ভাই, সে মাসিক নয়া চাবুকে কার্টুন ছাঁপায়, এসে আমাকে বলল একটা কলাজ কার্টুন দিতে সেখানেসে যা করে মজা পায় তাতে আমাকেও সড়িক রাখতে চায়আমি তাই একটা কলাজ কার্টুন করেছি নয়া চাবুকে দেব ভেবেজানি না দেয়া হবে কি নাঅনলাইনে হলে দিতে অসুবিধা নাই, সেখানে গিয়ে দিতে হলে আমি অন্তন্য এই মুহূর্তে নাইদেখুন কোলাজটা কেমন হয়েছে –

MyCollage

এলিন (এডমিন) ২০০৯