Category Archives: আমার প্রচেষ্টা

নিঃসঙ্গতার সাথী

আঁধারের মাঝে তোমায় দেখি
আলোয় দেখিতে চাই,
চোখ বুজিলেই তুমি থাকো-
মেলিলেই দেখি নাই।
যখন আমি থাকি একা বসে,
হঠাৎ দেখি তুমি আছো পাশে।
একাকীর সাথী তুমি একাকিনী;
নীরবের সাথী তুমি নীরবীনী;
রাতের আকাশে তাঁরা দেখি যখন-
তোমার ছোঁয়া পাই
যতক্ষণ আমি ঘুমিয়ে থাকি;
ততক্ষণ তুমি করো ডাকাডাকি;
ঘুম ভেঙ্গে গেলে চোখ মেলে দেখি-
তুমি আর পাশে নাই।
তোমার সঙ্গো লাগে খুব ভালো;
তাই অপ্রিয় হয়ে গেলো আলো;
তাইতো আমি গভীর ঘুমে-
ঘুমিয়ে থাকতে চাই

   – এলিন

ক্লান্ত আমি

জানি না কি চাই আমি
কিসে হবো শান্ত;
অশান্ত হৃদয় আমার
বেদনায় আক্রান্ত।
ছটফট করে মন
অকারণ অস্থির
পারিনা রাখতে মাথা
দু’মিনিট স্থির।
এটুকু হৃদয় মোর
জানিনা কি চায়!
যত কিছু দেই তারে
তবুও কাঁদায়।
জানি না কি চাই আমি
নাকি সবই ভ্রান্ত
জানিনা কি পেলে আমি
হবো চীর-শান্ত।
মনে হয় মৃত্যুই দিতে পারে শান্তি-
আর কিছুই চাইনা-
আমি বড় ক্লান্ত।
                          – এলিন

“অদ্ভুদ তুমি”

তোমায় কেন জানি বুঝেও বুঝিনা!

এতো কিছু বুঝি,

এতো কিছু জানি,

বলে ফেলি অতিতের কত ঘটনা-

শুধু তোমায় কেন জানি, বুঝেও বুঝিনা!

কখনও বা তুমি শান্ত অতি,

ধীরে ধীরে বয়ে যাওয়া কোন এক নদী;

কখনও বা উত্তাল অশান্ত ঢেউ,

অতি চেনা, সুনয়না, আমারই কেউ।

কখনও বা দ্বিধাহীন ছোট্ট শিশু,

কখনও অস্থীর, আনমনা;

… তোমায় চিনেও চিনি না,

… কেন জানি চিনতে পারি না!

                                    -এলিন  [ এপ্রিল-২০১০]

‘এলিনের ভুবনের’ মোবইল ভার্সন

আমি আমার ব্লগ ‘এলিনের ভুবন‘ কে মোবাইলের উপযোগী ভার্সন হিসাবে কনভার্ট করেছি। এখন থেকে এই ব্লগটি মোবাইলেও দেখা যাবে। তার মানে আগে দেখা যেতো না সেটা না, আগেও দেখা যেতো কিন্তু অনেক কিলোবাইট ডাউন-লোড হয়ে যেতো, যার ফলে বেশ কিছু টাকা খরচ হতো।

ক্রমশ দূরে সরে যাচ্ছি

দূরে সরে যাচ্ছে সব
দূরে সরে যাচ্ছে সমস্ত সম্পর্ক,
সমস্ত ভালোবাসার বন্ধন।
দূরে সরে যাচ্ছে সেই চেনা পাখিরা
হয়ে যাচ্ছে অচেনায় পরিণত।

আমিও ক্রমশ দূরে সরে যাচ্ছি
অনেক, অনেক দূরে…
সেই তোমাদেরই মত।

-এলিন (০৪/০১/২০১০)