উইন্ডোজ এক্সপিতে কি Auto run CD এনাবল বা ডিসেবল করা

উইন্ডোজ এক্সপিতে সিডি/ডিভিডি রোমে কোন সিডি/ডিভিডি প্রবেশ করামাত্রই সেটা রান করে। এই ফিচারটি খুবই সুবিধাজনক। তবে মাঝে মাঝে এটি বিরক্তির কারণ হয়ে দ্বারায়। তখন এই ফিচারটিকে বন্ধ করার প্রয়োজন পড়ে।

কি করে অটোরান সিডি ফিচারটি বন্ধ করা যায় :

১. ক্লিক করুন Start button -> Run option এ ক্লিক করুন -> টাইপ করুন regedit -> এবং Enter বাটন চাপুন।
২. ক্লিক করুন HKEY_LOCAL_MACHINE -> তারপর SYSTEM -> CurrentControlSet ক্লিক করুন -> Services এ ক্লিক করুন -> Cdrom -> Autorun এ ডাবল ক্লিক করে Value Data তে ভ্যালু পরিবর্তন করুন ( যদি ভ্যালু 0 করে দেন তাহলে disable হবে আর যদি 1 করে দেন তাহলে enable হবে।

উৎস : কম্পিউটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮

উইন্ডোজের টাস্কবারের ঘড়ির ডানে নিজের নাম বসাবেন কিভাবে?

উইন্ডোসের টাস্কবারের ডানে ঘড়ির পাশে AM বা PM লেখা থাকে। সেখানে কিভাবে নিজের নাম বসাবেন(!) টাস্কবারটি আগে দেখুন :

টাস্কবারে ঘড়ির পাশে নাম লিখতে যা করতে হবে :
১. Start এ ক্লিক করুন –> Settings এ ক্লিক করুন –> Control Panel এ যান।
২. এবার Regional and Language Options এ ডাবল ক্লিক করুন।
৩. এবার Regional Options ট্যাবটিতে যান।
৪. Customize… এ ক্লিক করুন –> Time এ যান।
৫. এবার AM symbol এবং PM symbol এ এর ঘরগুলিতে ক্লিক করে নিজের নাম লিখুন।
৬. Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
৭. আবার একইভাবে Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
ব্যাস!!
দেখুন টাস্কবারটি :

লেখা : এলিন (এডমিন) ২০০৮
সূত্র : ইন্টারনেট

উইন্ডোজ এক্সপিতে কিভাবে হাইবারনেট সচল করতে হয়?

উইন্ডোজের সাথে hibernation বিল্টইন থাকে। অর্থাৎ উইন্ডোজ ইনস্টল করার পর এই ফিচারের জন্য আর কোন সফ্টওয়্যার দরকার পড়ে না। এ ফিচার দ্বারা আপনি আপনার কাজের পারফরমেন্স আগের চেয়ে আরো বেশী বাড়াতে পারবেন এবং খুব দ্রুত পিসি বন্ধ এবং উন্ডোজের স্টার্টআপ টাইম কমাতে পারবেন। আরো একটি বিশাল সুবিধা হলো আপনি আপনার পিসিতে অনেকগুলো প্রোগ্রাম, ফাইল ইত্যাদি ওপেন করে আছেন হঠাৎ করে আপনার কোথাও যেতে হবে তখন আপনি কোন প্রোগ্রাম বন্ধ না করেই ঠিক সেই অবস্থায় রেখে পিসিটে হাইবারনেট করলে আবার যখন পিসি ওপেন করবেন আপনার প্রোগ্রামগুলি এবং ফাইল ঠিক সেই অবস্থায় পাবেন যেভাবে রেখে গিয়েছিলেন। উইন্ডোজ hibernated information গুলোকে একটি Hiberfil.sys ফাইলে সংরক্ষন করে রাখে। এই ফাইলটির সাইজ আপনার সিস্টেমের RAM এর সাইজের থেকে বড় হবে না।

Read More

উইন্ডোজের একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে!

উইন্ডোজের একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে উইন্ডোজ ওপেন করে কাজ করা সম্ভব। কম্পিউটার অন করার পর যখন উইন্ডোজ একাউন্ট পাসওয়ার্ড চাইবে তখন Ctrl+Alt চেপে ধরে Delete বাটনে দু’বার চাপ দিন। দেখবেন নতুন একটি উইন্ডো আসবে আর সেটিতে User nameAdministrator লিখে Ok ক্লিক করুন। দেখবেন উইন্ডোজ ওপেন হবে।

লক্ষণীয় : যারা উন্ডোজ ইনস্টল দেবার সময় ‘এডমিন’ পাসওয়ার্ড দিয়েছেন, তাদের বেলাতে হয়তো বা এই পদ্ধতি কাজ করবে না। তারা এডমিনের যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিতে হবে। তাহলেই কম্পিউটার ওপেন হবে।

উৎস : যুগান্তর ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)