অনলাইনে ছবিকে খুব সহজেই রিসাইজ করুন

আজ নেটে বিডিজবস ঘাটতে গিয়ে দেখি যখন ছবি আপলোড করতে বলল তখন একটি লিংক পেলাম ছবিটিকে রিসাইজ করবার জন্য। রিসাইজ হলো কোন ছবিকে ভিন্ন সাইজ দেয়া। সাইটটিকে গিয়ে দেখি খুব সহজেই ছবিকে যেমন ইচ্ছা রিসাইজ করা যাচ্ছে। ইচ্ছা করলে আপনি এই সাইট থেকে ছবিকে রিসাইজ করতে পারবেন আপনার পছন্দের পিক্সেল এবং কোয়ালাটিতে। এছাড়াও আপনি আপনার ছবিটিকে এ্যাভাটরে কনভার্ট করতে পারবেন।

বামপাশের মেনু থেকে ক্রিয়েট এ্যাভাটরের মাধ্যমে আপনি এ্যাভাটর ক্রিয়েট করতে পারবেন। ঠিক তেমনি ছবিকে শুধুমাত্র রিসাইজ করতে রিসাইজে ক্লিক করুন এবং ব্রাউজ করে ছবিটিকে ধরিয়ে দিন আর কিছু সেটিংস পরিবর্তন করে (দরকার পড়লে) রিসাইজ বাটনে ক্লিক করুন। তারপর ছবিটিকে মাউসের ডান বোতামে ক্লিক করে সেইভ করুন হার্ডডিস্কে। ব্যাস শেষ।

লিংকটিতে যান :
http://www.shrinkpictures.com/

উপরের ছবিটি দেখুন।

ছবিতে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার ছবিটি সেলেক্ট করে দিন। প্রয়োজনে ইমেজ এর সেটিংস পরিবর্তন করুন। রিসাইজ বাটনে ক্লিক করুন।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *