বিনা খরচে মোবাইলে আলাপ

ধরুন আপনি আপনার বিদেশের প্রিয়জনের সঙ্গে ফোনে কথা বলবেন কিন্তু আপনার ব্যালান্স নেই বা আপনি তার মোবাইল নম্বরটা হারিয়ে ফেলেছেনসেজন্য মন খারাপ করে বসে থাকার কিছু নেইদুজনের মোবাইলে যদি মোবাইল ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সফটওয়্যারটি ইন্সটল করা থাকে এবং ইন্টারনেট থাকে, তবে আপনারা বিনা খরচে দেশে বা বিদেশে কথা বলতে পারবেনইন্টারনেট নেই কিন্তু আপনি কোন ওয়্যারলেস নেটওয়ার্কে আছেন তবে আপনার মোবাইল দিয়ে কোন অফিস বা এডুকেশন এরিয়াতে সবার সঙ্গে বিনা খরচে কথা বলতে পারবেনঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের ছাত্র রসি কামাল সফটওয়্যারটি বানিয়েছেন

আপনি যখন কাউকে ফোন করতে চান তখন মোবাইল ভিওআইপি সফটওয়্যারটির কানেক্ট প্রেস করলে দুজনের মাঝে এ ইন্টারনেটের মাধ্যমে সেশন চালু হবেসফটওয়্যারটি আপনার ভয়েস নিয়ে সেটি সার্ভারে পাঠাবে সার্ভারটি আপনার ভয়েস আপনার বন্ধুর কাছে পাঠাবে এবং সে আপনাকে শুনতে পারবে ও কথা বলতে পারবে

সফটওয়্যারটিতে নেটওয়্যারকে প্রটোকলগুলো মোবাইলে প্রয়োগ করা হয়েছে সার্ভার সেশন স্থাপনে এবং সার্ভার রিয়েল টাইমে স্ট্রিম করতে সফটওয়্যারটির সঙ্গে কাজ করে থাকে আর দুটো ওপেনসোর্স ও ফ্রি আপনার ভয়েস ঠিকমতো পৌঁছেছে কিনা তার রেকর্ড রাখবে ও জানাবে সফটওয়্যারটি প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এবং যে কোন মোবাইল ওপারেটিং সিস্টেমে কাজ করবে

মোবাইল ভিওআইপি দিয়ে লোকাল এবং আন্তর্জাতিক কল ছাড়াও ভিডিও চ্যাট বা কনফারেন্স করা যাবে রিয়েল টাইমে মোবাইল রেডিও বা মোবাইল টিভির জন্য এটিকে ব্যবহার করা যাবে সফটওয়্যারটিতে আরোও অনেক কিছু প্রয়োগের কাজ চলছেএর ফলে আপনি মোবাইল পিসি বা মোবাইল ফোন বিনা খরচে সিকিউরডভাবে কথা বলতে পারবেন


লেখা : এলি (২০০৯)

উৎস : নাদেরুজ্জামান সামী

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

5 thoughts to “বিনা খরচে মোবাইলে আলাপ”

    1. @বাদশা, আমি যখন এটা জেনেছিলাম ঠিক তখন আমার কাছে সফটওয়্যারটি ছিল না। কিন্তু তবুও মনে হয়েছে শেয়ার করি যাদের প্রয়োজন হবে অন্তত নাম দেখে সংগ্রহ করে নিতে পারবে। আর এখন আরো অনেক পদ্ধতিতে এই কাজটা করা যায় তাই সফটওয়্যারটিকে খুঁজছি না। তথ্য শেয়ার করেছি মাত্র এর বেশি কিছু না।

  1. ভাই রাজু, আমি স্মপূর্নটা জানি না। আমি যেটুকু জানি তাই দিলাম। সম্পূর্ন না জানলে কি দিতে/বলতে নেই???

  2. সুধু গলপ টাই শোনালেন……….দেখারেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *