আপনি কি জানেন আপনার জিমেইল হ্যাক হচ্ছে কি না?

প্রথমে জানা দরকার জিমেইল হ্যাক বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। যদি অন্য কেউ আপনার অনুমতি ছাড়া আপনার জিমেইলের একাউন্ট ব্যবহার করে প্রবেশ করে, তাকে আমি বলছি জিমেইল হ্যাক। আপনি যদি জানতে পারেন আপনার জিমেইল হ্যাক হয়েছে বা হচ্ছে তাহলে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে সেটা রোধ করতে পারবেন।

কি করে বুঝবেন আপনার জিমেইল হ্যাক হচ্ছে!! সেটা আপনি আপনার জিমেইল একাউন্টে লগইন করেই বুঝতে পারবেন।

– প্রথমে জিমেইলে লগইন করুন।
– লগইন হবার পরে দেখুন জিমেইলের একদম নিচের অংশে রয়েছে :

এখানে আপনি সর্বশেষ কখন এবং কোন আইপি ব্যবহার করে জিমেইলে আপনার একাউন্টে লগইন করেছিলেন সেটা দেখা যাচ্ছে। পাশে Details লেখাটিতে ক্লিক করলে আরো বিস্তারিত দেখা যাবে। আপনি জানতে পারবেন সর্বশেষ কবে কবে আপনি লগইন করেছিলেন এবং কোন কোন আইপি ব্যবহার করেছিলেন এইরকম ৫ টি লগইনের ইরফরমেশান।

এই লগইন ইনফরমেশান দেখে আপনি খুঁজে বেড় করবেন এমন দিনের লগইন ইনফরমেশান যা আপনি লগইন করেন নি। তাহলেই বুঝতে পারবেন আপনার জিমেইল হ্যাক হয়েছে। আর তখনই জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলবেন।

কি করে খুঁজবেন :
১. প্রথমে লগইন ইনফরমেশান থেকে আইপি দেখবেন। দেখবেন আইপিটি আপনি ব্যবহার করেছেন কি না লগইনের সময়। আপনার পিসির আইপি নিচে দেয়া আছে, দেখে নেবেন।
২. তারপরে তারিখ দেখবেন। দেখবেন সেই দিন আপনি জিমেইলে লগইন করেছিলেন কি না।

উৎস : ইন্টারনেট ২০০৮
লেখা : এলিন (এডমিন)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *