কম্পিউটার বাজার ( গতকালের আপডেট )

এখান থেকে খুবই গোছানোভাবে আপনারা কম্পিউটারের আপটেডেট বাজারদর জানতে পারবেন। আমি চেষ্টা করবো আপডেট খবর দেবার। তবে, প্রতিদিন তো সম্ভব হবে না (!) মাসে হয়তোবা একবার দেবো।  আপনারা তারিখ মিলিয়ে টপিকটি দেখবেন। এখানে পুরাতন বাজারদরও থাকতে পারে। আগামীতে আরো সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করবো বলেছিলাম। আগে সম্পূর্ণ বাজারদরটি একটি জেপিজি ফরম্যাটের ইমেজে এবং সকল বাজারদর একত্রে অগোছালোভাবে থাকতো। এতে দেখতে অসুবিধা হতো। আজ থেকে সরাসরি ইউনিজয় দ্বারা লেখা থাকবে। এতে করে লেখাগুলি পরিস্কার দেখা যাবে।

প্রযুক্তি বাজারে কেনাবেচা ভালোই চলছে। ঢাকার কম্পিউটার বাজারগুলো তেমন কোনো তেজীভাব না থাকলেও বিক্রেতারা এখন বেশ খুশীই। কেননা বেচাকেনা ভালোই হচ্ছে।

গতকাল শনিবার ( অক্টোবর-১৮-২০০৮ ) পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো-

প্রসেসরঃ
সেলেরন ১·৮ডি গি·হা· ২৯০০ টাকা।
ইন্টেল পেন্টিয়াম কোর টু কোয়াড কিউ ৬৬০০ ২·৪ গি·হা· ১৫২০০ টাকা।
ইন্টেল কোর টু ডুয়ো ৩গি·হা ৪৫ এনএম ই৬৮৫০ (১৩৩৩ বাস ৬ মেবা ক্যাশ) ১৩,৮০০ টাকা।
ইন্টেল কোর টু এক্সট্রিম ৩ গি·হা· কিউএক্স ৬৮৫০ (৮ মে·বা·, ক্যাশ ১৩৩৩৩ বাস) ৭৫০০০ টাকা।
ইন্টেল কোর ডু ডুয়ো ২·৬৬ গি·হা· ৪৫ এনএম ১২৮০০ টাকা।
কোর টু ডুয়ো ই ৪৬০০-২·৪ গি·হা· ৯৫০০ টাকা।
পেন্টিয়াম ডুয়েল কোর ২ গি·হা· ৫৪০০ টাকা।
পেন্টিয়াম ডুয়েল কোর ২·২ গি·হা· ৬,০০০ টাকা।

মাদারবোর্ডঃ
ইন্টেল ৩৩ টিএলএম ৯৫০০ টাকা।
ইন্টেল ডিজি ৩৩ এফবিসি ৭৫০০ টাকা,
ইন্টেল ডিকিউ ৯৬৫ জিএফ ৯০০০ টাকা,
আসুস জি৩১ ৪৬০০ টাকা,
গিগাবাইট ৯৪৫ জি ৩৭০০ টাকা,

র‌্যামঃ
১ গি·বা· ডিডিআর (৬৬৭ বাস) ১৩০০ টাকা,
১ গি·বা· (৮০০ বাস) ১৫০০ টাকা
২ গি·বা· (৮০০ বাস) ৩০০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভঃ
৮০ গি·বা· (৭২০০ আরপিএম) ২৮৫০;
২০০ গি·বা· (সাটা) ৩৩০০ টাকা,
সাটা ২৫০ গি·বা· ৩৬০০।
১৬০ গি·বা· ৩২০০ টাকা।
১০০০গি·বা· ১৬৩০০।

পেনড্রাইভঃ
৪ গি·বা· ১১০০ টাকা,
১ গি·বা· ৫৫০ টাকা,
২ গি·বা· ৬০০ টাকা।

ফ্লপিডিস্ক ড্রাইভঃ
৩·৫ ইঞ্চি ১·৪৪ মে·বা· ৪০০ টাকা।

মনিটরঃ
স্যামসাং ১৫‍‍ ইঞ্চি  ৫৬০০ ও ১৭ ইঞ্চি  (৭৯৩ ডিএফ) ৭৬০০ টাকা;
ফিলিপস ১৭‍‍ ইঞ্চি  ৭৫০০ টাকা;
এলজি ১৭ ‍‍ইঞ্চি ফ্লাট ৭৫০০ টাকা;
ফিলিপস ১৯ ‍‍ইঞ্চি  এলসিডি ১৫০০০ টাকা, ১৭ ‍‍ইঞ্চি এলসিডি ১৩৫০০ টাকা, ১৫ ‍‍ইঞ্চি  এলসিডি ১২৫০০ টাকা; স্যামসাং ১৭ ‍‍ইঞ্চি  (৭৩২ এন প্লাস) এলসিডি ১৩৭০০ টাকা;
এলজি ১৭ ‍‍ইঞ্চি এলসিডি ১৩১০০ টাকা।

গ্রাফিক্স কার্ডঃ
পিসিআই এক্সপ্রেস ২৫৬ মে·বা· ৫৫০০ টাকা।

ফ্যাক্স/মডেমঃ
প্রোলিংক ৫৬ কেবিপিএস;
ইন্টারনাল ৫৫০ টাকা।

ডিভিডি-রাইটারঃ
লাইট-অন ৫২x২৪x৫২ এক্স ২৪০০ টাকা এবং
আসুস ৫২x৩২x৫২ এক্স ২৫০০ টাকা।

ডিভিডি-রম ড্রাইভঃ
আসুস ১৬এক্স ১৫০০ টাকা;
লাইট-অন ১৬এক্স ১৫৫০ টাকা এবং
বেনকিউ ১৬এক্স ১৫০০ টাকা।

কমবো ড্রাইভঃ
আসুস ১৯০০ টাকা,
বেনকিউ ২০০০ টাকা।

কেসিং :
১৫০০ থেকে ২২০০ টাকা,
স্যামসাং ১৬৫০ টাকা।

মাউসঃ
১০০ থেকে ৯০০ টাকা।

কি-বোর্ডঃ
মিৎসুমি সাধারণ ৩৫০ টাকা।
ঈগলটাচ মাল্টিমিডিয়া ৬০০ টাকা।
এফোরটেক সাধারণ ২৫০ টাকা, মাল্টিমিডিয়া ৬০০ টাকা।

স্পিকারঃ
ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫:১) ৪৮০০ টাকা, (৭:১) ৯৫০০; (৪:১) ৩৬০০ টাকা, (২:১) ২৬০০ টাকা।
মাইক্রোল্যাব (২:১) ১২০০ থেকে ১৮০০ টাকা, (৫:১) ৪৭০০ টাকা,
ক্রিয়েটিভ এসবিএস (৩৭০) ১৮০০ টাকা।

টিভি কার্ডঃ
এভারমিডিয়া এক্সটারনাল ৪২০০ টাকা ও ইন্টারনাল ৩১০০ টাকা,
রিয়ালভিউ এক্সটারনাল ১৫০০ টাকা ও গেড মি ১৫০০ টাকা।

প্রিন্টারঃ
ক্যানন বিজেসি আইপি১৩০০ ২৭০০ টাকা,
ক্যানন বিজেসি আইপি১৮৮০ ৩৫০০ টাকা।
এইচপি১৩৬০ ডেস্কজেট ৩১০০ টাকা,
লেক্সমার্ক জেট৬৪৫ ৩৬০০ টাকা।
এপসন সি৫৯ ৩৪০০ টাকা।
ক্যানন ১২১০ লেজার ১১৫০০ টাকা;
এইচপি ১০০৫ লেজারজেট ৯৭০০ টাকা;
এইচপি ২০১৫ লেজারজেট ২৩৫০০ টাকা;
লেক্সমার্ক ই১২০এন লেজারজেট ৮৫০০ টাকা।

উৎস : প্রথম আলো ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *