কৌতুক

ডাক্তার ও উকিল
ডাক্তার: ডাক্তার দেখতে পেলেই সবাই যেখানে সেখানে পরামর্শ চায়। বলতে পারেন কী করে এসব লোকর হাত থেকে বাঁচা যায়?
উকিল: খুব সহজ। চেম্বার গিয়ে তাদের ঠিকানায় পরামর্শ ফি এর বিল পাঠিয়ে দেবেন।
ডাক্তার: ঠিকই বলেছেন আমি এখন থেকে তাই করব। আপনাকে অনেক ধন্যবাদ।
উকিল: এখন আমার পরামর্শ ফি টা দিয়ে দিন।

(সংগ্রহে: তাসনিন জাহান নিশা, ক্লাশ সিক্স, ভিকারুনননেসা নুন স্কুল, ধানমন্ডি শাখা, ধানমন্ডি, ঢাকা।)

বাঁচা-মরা
রোগী: ডাক্তার সাহেব আমি বাঁচবো তো?
ডাক্তার: ১০০% নিশ্চিত।
রোগী: আপনি কীভাবে এত নিশ্চিত হলেন?
ডাক্তার: আমার দেখা রোগী ১০ জনের মধ্যে ১ জন বাঁচে। ইতোমধ্যে ৯ জন মারা গেছে ।

সাক্ষাৎকার
নৌবাহিনীর চাকরির জন্য সাক্ষাৎকার দিতে এসেছেন একজন।
প্রশ্নকর্তা : আপনি কি সাঁতার জানেন?
প্রার্থী : সাঁতার শেখার সুযোগ হয়ে উঠেনি, স্যার।
প্রশ্নকর্তা : তাহলে কী ভেবে আপনি নৌবাহিনীর সাক্ষাৎকার দিতে এসেছেন?
প্রার্থী : মাফ করবেন, স্যার। তাহলে কি আমি মনে করব যে বিমানবাহিনীর আবেদনকারীরা উড়তে শেখার পর আসে।

শিক্ষাগত যোগ্যতা
নিয়োগকর্তা : আপনার শিক্ষাগত যোগ্যতা?
প্রথম আবেদনকারী : আজ্ঞে এফ, এস, সি স্যার!
নিয়োগকর্তা : বা! ভাল। তারপর বলুন এই যে আপনাকেই বলছি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি?
দ্বিতীয় আবেদনকারী (পুত্র) : আজ্ঞে বি এস, সি , স্যার!
নিয়োগকর্তা : বেশ খুশি হলাম। তা আপনার? হ্যাঁ আমি এই ম্যাডামকে বলছি। আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি।
মহিলা আবেদনকারী (মা) : আজ্ঞে এম, এস, সি!
নিয়োগকর্তা : বা! আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন।
মহিলা আবেদনকারী (মা) : স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন
নিয়োগকর্তা : কেন? কেন ?
মহিলা আবেদনকারী (মা) : আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন।
প্রথম আবেদনকারী : আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন।
দ্বিতীয় আবেদনকারী (পুত্র) : আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন।

উৎস : কীডসবিডিনিউজ ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *