‘সোনিয়ে যে তেরে নাল’ চুরি করা গান

মুক্তিপ্রাপ্ত ‘কর্জ’-এর হিট গান ‘সোনিয়ে যে তেরে নাল’ নিয়ে ঝামেলায় পড়েছেন গায়ক হিমেশ রেশমিয়া। এক পাঞ্জাবি গায়ক কুলবিন্দর ক্যালি এটিকে তার গান থেকে নকল করে তৈরি করা বলে দাবি করে হিমেশ ও সঙ্গীত পরিচালক সামিরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশও পাঠিয়েছেন। গান চুরি করার দায়ে ৫ কোটি রুপি ক্ষতিপূরণও দাবি করেছেন প্রবাসী পাঞ্জাবি গায়ক। পাঞ্জাবি গায়ক দাবি করেন, চার বছর আগে তিনি একটি গান প্রকাশ করেন। সেই গানটি নকল করে হিমেশ কর্জের গানটি দাঁড় করিয়েছেন। কুলবিন্দর বলেন, ‘যে গানটি হিমেশ গেয়েছেন সেটি আসলে আমার গান। আমার ‘শাম ওয়ালি গাড্ডি’ ক্যাসেটে গানটি রয়েছে। ৪ বছর আগে আমি ওই ক্যাসেটটি প্রকাশ করি। আমার ক্যাসেট থেকেই হিমেশ গানটি চুরি করেছে। এ প্রসঙ্গে রেশমিয়া বলেন, ‘আমি কেবল গানটি গেয়েছি। ‘এক হসিনা থি’ ও ‘সোনিয়ে যে তেরে নাল’ দুটি গানই মিস্টার ভ‚ষণ কুমারের লেখা। আমরা তার কাছ থেকে অনুমতি নিয়েছি।’

উৎস : যুগান্তর ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.