Photoshop CC : টাইপ করার সময় স্ক্রিন কালো হয়ে যাওয়া সমস্যাটির সমাধান

এডোবি ফটোশপ সিসি ভার্সনে কিছু কিছু পিসিতে টাইপ টুল নিয়ে কাজ করার সময় সম্পূর্ন স্ক্রিন কালো হয়ে যায়। এতে করে লেখা হয় ঠিকই কিন্তু লেখার সময় কিছুই দেখা যায় না কি লিখছি। একে Black Screen Problem বলে। এটা হয় গ্রাফিক্স কার্ড বা ভিডিও কার্ড এর ড্রাইভার আপডেট না থাকলে বা ভালো মত সাপোর্ট না করে থাকলে।

এই সমস্যার সমাধান নেটে খুঁজতে খুঁজতে শেষে আমাদের ‘প্রযুক্তিটিম’ এর ‘হাসান ভাই’ এর কাছ থেকে সমাধানটি পেয়ে গেলাম।

১. ফটোশপ সিসি ওপেন করুন।

২.  এইবার Edit মেনু থেকে > Preferences এ গিয়ে > Performance এ ক্লিক করুন।

৩. এখন Graphics Processor Settings থেকে use graphics processor এর অধীনে Advance Settings নামে একটি বাটন পাবেন সেখানে ক্লিক করুন এবং Drawing Mode থেকে Basic করে দিয়ে OK বাটনে ক্লিক করুন।
৪.    আবারও OK বাটনে ক্লিক করুন।
৫.    Adobe Photoshop CC রিস্টার্ট করুন (ফটোশপ বন্ধ করে আবার চালু করুন)।
৬.    দেখুন লেখা কেমন হয়। যদি এক্ষেত্রে কাজ না হয় তাহলে উপরের সব কাজ আবার করুন, শুধুমাত্র ৩ নম্বর ধাপে Graphics Processor এর থেকে টিক চিহ্ন তুলে ফেলুন এবং OK করে বেরিয়ে এসে আবার ফটোশপ রিস্টার্ট করুন।

লেখা : এলিন (২৩/০২/২০১৪)

(ধন্যবাদ ‘হাসান যুবায়ের ভাই’ কে।)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

2 thoughts to “Photoshop CC : টাইপ করার সময় স্ক্রিন কালো হয়ে যাওয়া সমস্যাটির সমাধান”

    1. ধন্যবাদ। কিন্তু ‘N’ মানে না বুঝলাম না। আমি এটার শেষে ‘হাসান জুবায়ের’ ভাইয়ের কথা বলে দিয়েছিলাম, যার কাছ থেকে শিখেছি বিষয়টা।

Leave a Reply to Abdullah SalahUddin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *