বাঁধন

পবিত্রতার উষ্ণ চাদর পড়িয়ে দিয়েছ।

কি করে অপবিত্র করি নিজেকে ?

সরলতার অমৃত রস গায়ে ঢেলে দিয়েছ;

দৃষ্টিতে বেঁধে দিয়েছ এক গাড় সীমা !

সজীবতার পরশ বুলিয়েছ এ’দেহে।

কি করে ছিন্ন করি এ বাঁধন ?

ছুটে যাই এক ভিন্ন কোন জগতে !

যে জগত আদৌ সৃষ্টি হয়নি –

গড়ে নিতে হবে নিজেকে।

অথবা, অপেক্ষমাণ বহুকাল ধরে –

কোন এক নতুন জগত

শুধু আমারই জন্যে !

                          এলিন (১২/০৫/২০১২ইং)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *