রং নম্বর এবং আমি ও এক আফ্রিকান

সেদিন রাতে প্রায় ১ টার সময়, একটি কল এলো। আমি কলটি রিসিভ করতেই অবস্থা খারাপ। :p

কে যেন আজগুবি ভাষায় কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে ইংরেজি সিনেমায় জংগলের দৃশ্যে যেমন কিছু মানুষ দেখায়, কালো দেহ এবং জামাকাপড় বলতে গেলে থাকেনা, আর হাতে থাকে বর্শা, সর্বক্ষণ তারা শিকারের নেশায় থাকে, এমন কারও সাথে কথা বলছি। আমি প্রথম দিকে অনেকটা অবাক এবং কৌতূহলী হয়ে গেলাম।

আমি তাকে কোন মতেই বুঝাতে পারছিলাম না আমি তার ভাষাটি বুঝতে পারছি না। কারণ সে আবার ইংরেজি বোঝেনা, শুধুমাত্র কয়েকটি শব্দ বোঝে। আমি আমার আম্মুকে দিলাম ফোনটি কারণ আম্মু অনেকটা মজা পাবে তাই। পরে আবার আম্মু আমাকে ফোনটি দিয়ে দিল আর বলল আমি যেন ইংরেজিতে তাকে বলি এটা বাংলাদেশ। আমি ইংরেজিতে তাকে এটা বাংলাদেশ শুধু এটাই-না আরও অনেক কিছুই বলতে লাগলাম। বাঙ্গালিদের থেকে ভিন্ন কোন দেশের মানুষের সাথে ইংরেজি বলাটা আমার কাছে তুলনামূলক সহজ মনে হয়। 🙂

কি আর করা আমি আমার মত ইংরেজি বলে যাচ্ছি আর তিনি তার মত আজগুবি ভাষা। এমনটি হয়েছে প্রায় ৩০ মিনিটের মত।

যেন আমি ইংলিশ স্পোকেন প্রাকটিস করে যাচ্ছি আর সে আজগুবি ভাষা। :p অনেক সময় ধরে এমনটি চলার পর জানতে পারলাম সে আফ্রিকান এবং তার স্ত্রীকে চাচ্ছে, যার নাম ‘হুন্দাখা ইমা নাকি ইনা জানি’। :p

আমি তার নাম জানতে গেলেই যখন বলি ‘হোয়াট ইজ ইউর নেইম’, ওমনি সে শুধুমাত্র বুঝে ‘নেইম’ শব্দটি, আর বলে ওঠে ‘হুন্দাখা, হুন্দাখা’। :p

আমি দ্বিতীয়বার তার নাম জানতে চাওয়ায় এইবার বলে ওঠে ‘হুন্দাখা, হুন্দাখা, হুন্দাখা ইনা’। :p

এছাড়াও কত যে ‘হুন্দাখা’ টাইপের মত শব্দ বলে যাচ্ছিল তার ঠিক নেই। :p

আমার একসময় মনে হচ্ছিল আমি যার সাথে কথা বলছি সে শরীর খুবই কম ঢেকে রাখা, কালো রঙের একজন আফ্রিকান, যার গলায়, হাতে পায়ে মাথায় আর কত কত যায়গায় উদ্ভট জিনিস পড়া এবং তার এক হাতে বর্শা আর এক হাতে মোবাইল ফোন। :p

সে ‘হ্যালো’ বলে এইভাবে, ‘হেলুউউউউউ !!’ :p তার কথা শেষে আমি কিছু সময় চুপ করে থাকলেই সে বলে উঠে ‘হেলুউউউউ !!’ :p

তারপর শুরু করে বিশাল বিশাল আজগুবি বাক্য যার শেষের শব্দ ছাড়া কিছুই আমি বুঝতে পারছি না। আর সেই শেষের শব্দটি ছিল ‘হুন্দাখা’ ! :p

লাইন কেটে যাওয়ায় কেন জানি মনটা খারাপ লাগছিল। আবার দুই/তিন মিনিট পর সে কল দিল এবং ‘হুন্দাখা’ টাইপের কথা শুরু করে দিল।  🙂

সেই রাতে আমার অল্প সময়ের জন্যও বিব্রত বোধ হয়নি, বরং ভালোই লাগছিল। মনে মনে আশা করছিলাম আবার সেই ‘হুন্দাখা’ টাইপের শব্দটি তার কণ্ঠে শোনার জন্য। 🙂

(বি: দ্র: আসল ঘটনার সাথে এই ছবিটির কোন সত্যতা নেই। এটি আমি ফোটশপে কোন এক আফ্রিকান লোকের মুখের এক্সপ্রেশান পরিবর্তন করেছি এই ঘটনার সাথে মিল রাখার জন্য)

– এলিন [ ২২-অক্টোবর-২০১২ ইং ]

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

8 thoughts to “রং নম্বর এবং আমি ও এক আফ্রিকান”

  1. chorom.amar mobile emon phone available ashe tobe kew foreign na,bd public.ghotonata khulei boli – janina kivabe holo,amar mobile number ta konovabe TV Channel Z-Cinema(related indian bangla channel) te chole jay.i mean tv dekhar somoy amr number ta tv r porday vese uthe,sotto 1ta stiker er moto.tobe sob somoy na.ta dekhe onekei phn dey,bole bhaia eta ki Varot.abar kew kew bole bhaijan amader paray star plus bondho kore ten sports ta chalaia den.abar bole oiii taratari khelar channel ta de noyto aaisha togo office vainga falamo.r o je koto ajgobi kotha.r ekdin r 1 sele phn die boltese bhaia apnar sathe amar onek kotha ase.thik ase bolen.bole bhaia amar kisu sobi ase coxsbazar gie tolsi,oi gula apnar ei channel e dite hobe,taka lagle dibo somossa nai.ami j ki bolbo.ek somoy hasi pay abar kokhono marattok rag uthe.ekdin rat 3tay phn die bole ek murobbi look(35-40)j bhai taratari ei channel ta den,current choila gese ,erpor current ashar por r channel ta ashtase na.r most call e ase Comilla Laksham theke.but ami thaki mirpur e.amar desher bari comilla holeo ami kokhono Laksham jai e nai.r birokto lage tokhon jokhon kina miscal ashe.r miscal er poriman 95% r direct call thake 5%.amar 1ta bad habit bola jay,miscal back kora.amar j koto taka khoroch holo ei porjonto mane bolar bahire.jai howk,tobu maje maje moja pai.ei prblm ta pray 3 year holo.jak cholte thakok,dekhi ki hoy.

    1. প্রথমেই ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য।
      কিন্তু আমি আপনার লেখা পড়ে তো অবাক হলাম। আপনার ব্যপারটাতো রিতিমত অবিশ্বাস্য। এটা থেকে প্রতিকার পাবার একটাই পথ, সিম চেঞ্জ করা যদি আপনার প্রয়োজন হয়। তাই না ‍!!!

    1. রুম্মান, ধন্যবাদ মন্তব্য করার জন্য (যদিও মন্তব্যটা একটু অন্যরকম)। :p
      আরে, এইরকম আমি চাই কিন্তু ঘটে না। এই ডিজিটাল যুগে এখন আর রং নাম্বার আসে না সব রাইট নাম্বার। 🙁

    1. ধন্যবাদ রুবেল। আরে না, আমার মনে সে প্রতিবন্ধী না। তার সমস্যা হচ্ছে, ইংরেজি বোঝেনা কিন্তু তার ওয়াইফকে অনেক লাইক করে যাকে খুঁজে পাচ্ছে না। ফটোশপে তেমন কিছু করি নাই, শুধুমাত্র হাস্যজ্বল মুখটাকে একটি ইয়ে করে দিয়েছি। 🙂

Leave a Reply to Rumman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *